রক্ত-মাখা পথ মাড়িয়ে,
যাবো আমি দূর বহুদূরে।
স্বপ্নীল এ জগৎ ছাড়িয়ে,
ছুটবো সবুজের সমারুহে।
আরশের ছাঁয়া-নীড়ে,
হবো পাখির দুটো ডানা।
জান্নাতী সুখ-নহরে,
গাইবো রবের হামদ-ছানা।
নেই মৃত্যুর কোন ভয়,
বাচঁবো সুখে আজীবন।
পিঁপড়ের কামড় তো নয়,
খাইবো রবের দান অগণন।
হাঞ্জালা-হামজা কত শত বীর,
হয়েছে দ্বীনের তরে কোরবান।
উসামা-উমর উচুঁ করে শির,
পাচ্ছে জান্নাতি সুখ অফুরান।
আবার আসবে সোনালী সে দিন,
উড়বে বাতাসে কালেমা নিশান।
হুর-রমণীরা সবে বাজাবে বীণ,
হৃদয়ে আমার ফিরবে তৃপ্তির গান।
-যাইদ আল-হাসান (উফিয়া আনহু)
বিঃদ্রঃ কণ্ঠশিল্পিদের জন্য উন্মুক্ত।
Comment