রক্ত দিয়ে যারা ভাসালো ধরা, দেখালো আমায় মুক্তির পথ
তাদের তরে হাজার সালাম, হাজার দুরুদ করি নিবেদন।
বদরের প্রান্তরে ওহুদে খায়বারে, ঝরালো যারা আপন জীবন,
ধরনীর প্রতিকোণে জ্বালাতে দ্বীনের প্রদীপ প্রাণ দিয়ে গেলো যারা জনেজন।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
আল্লাহ! এমন পাগল দেখেছে কি ধরা!
বাজি রেখে জীবন যারা, লড়ে গেলো আমরণ।
রাসূল! তব সম্মানে বুক পেতে যারা সয়েছে বুলেটের ধারাপতন ।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
সিদ্দীকী সৃতিগুলো নাড়া দিয়ে যায়, উমরী বীরগাঁথা দোলা দেয় আমায়
উসমানী কোমলতা সবর শিখায়, হায়দরী চেতনা হৃদয়ও জুড়ায়,
তাদের তরে এ মন দুরুদ পাঠায়, হাজার সালাম করে নিবেদন।
দ্বীনের পথে যারা দিয়েছে জীবন, লড়ে গেছে প্রাণপণ।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
হামজার দেহখানি, হাবিবের ছিন্নতায়,
জাগিয়ে তুলে আমায় ভাবিয়ে ওঠায়।
জাফরের ছিন্ন বদন, খুবাইবী দৃঢ়তায়,
জাগিয়ে তুলে আমায় ভাবিয়ে ওঠায়।
তাদের তরে এ মন দুরুদ পাঠায়, হাজার সালাম করে নিবেদন।
দ্বীনের পথে যারা দিয়েছে জীবন, লড়ে গেছে প্রাণপণ।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
আযযামের চিন্তাধারা, উমরের উদারতায়,
খিলাফার ডাক শোনা যায়।
উসামার বিশালতা, আইমানের সফলতাইয়,
খিলাফার ডাক শোনা যায়।
তাদের তরে এ মন দুরুদ পাঠায়, হাজার সালাম করে নিবেদন।
তাদের পথে প্রভু কবুল করো, দিয়ে শহীদী মরণ।
দ্বীনের তরে প্রভু সপেছি আমায়, হয়েছি সমর্পণ।
রক্ত দিয়ে যারা ভাসালো ধরা দেখালো আমায় মুক্তির পথ
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
- যায়েদ আল-হাসান (তাগাম্মাদাহুল্লাহ বিগুফরানিহি)
তাদের তরে হাজার সালাম, হাজার দুরুদ করি নিবেদন।
বদরের প্রান্তরে ওহুদে খায়বারে, ঝরালো যারা আপন জীবন,
ধরনীর প্রতিকোণে জ্বালাতে দ্বীনের প্রদীপ প্রাণ দিয়ে গেলো যারা জনেজন।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
আল্লাহ! এমন পাগল দেখেছে কি ধরা!
বাজি রেখে জীবন যারা, লড়ে গেলো আমরণ।
রাসূল! তব সম্মানে বুক পেতে যারা সয়েছে বুলেটের ধারাপতন ।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
সিদ্দীকী সৃতিগুলো নাড়া দিয়ে যায়, উমরী বীরগাঁথা দোলা দেয় আমায়
উসমানী কোমলতা সবর শিখায়, হায়দরী চেতনা হৃদয়ও জুড়ায়,
তাদের তরে এ মন দুরুদ পাঠায়, হাজার সালাম করে নিবেদন।
দ্বীনের পথে যারা দিয়েছে জীবন, লড়ে গেছে প্রাণপণ।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
হামজার দেহখানি, হাবিবের ছিন্নতায়,
জাগিয়ে তুলে আমায় ভাবিয়ে ওঠায়।
জাফরের ছিন্ন বদন, খুবাইবী দৃঢ়তায়,
জাগিয়ে তুলে আমায় ভাবিয়ে ওঠায়।
তাদের তরে এ মন দুরুদ পাঠায়, হাজার সালাম করে নিবেদন।
দ্বীনের পথে যারা দিয়েছে জীবন, লড়ে গেছে প্রাণপণ।
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
আযযামের চিন্তাধারা, উমরের উদারতায়,
খিলাফার ডাক শোনা যায়।
উসামার বিশালতা, আইমানের সফলতাইয়,
খিলাফার ডাক শোনা যায়।
তাদের তরে এ মন দুরুদ পাঠায়, হাজার সালাম করে নিবেদন।
তাদের পথে প্রভু কবুল করো, দিয়ে শহীদী মরণ।
দ্বীনের তরে প্রভু সপেছি আমায়, হয়েছি সমর্পণ।
রক্ত দিয়ে যারা ভাসালো ধরা দেখালো আমায় মুক্তির পথ
তাদের তরে হাজার সালাম হাজার দুরুদ করি নিবেদন।
- যায়েদ আল-হাসান (তাগাম্মাদাহুল্লাহ বিগুফরানিহি)
Comment