Announcement

Collapse
No announcement yet.

কোন্ সে শৃঙ্খলে আবদ্ধ মোরা?

Collapse
This is a sticky topic.
X
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • কোন্ সে শৃঙ্খলে আবদ্ধ মোরা?

    “কোন্ সে শৃঙ্খলে আবদ্ধ মোরা?”

    মোরা মশগুল শুধু বিলাসিতা আর
    আরাম-আয়েশ-ধ্যানে,
    ওরা দিবানিশি শুধু হানছে আঘাত
    খোদ নবীজীর শানে।

    মোরা মনযোগী তাদের গোলামিতে আর
    হুকুম মতো চলায়,
    ওরা নবীজীকে নিয়ে মাতামাতি করে
    কার্টুন কার্টুন খেলায়।

    কোন্ সে শৃঙ্খলে আবদ্ধ মোরা
    পারছি না বের হতে,
    রাসূলের মান বাঁচাবার তরে
    সম্মুখে রাজপথে।

    যিনি আমাদের তরে দুঃখ- যতনা
    সয়েছেন অকাতরে,
    তাঁর সম্ভ্রম লুণ্ঠিত আজ
    মোরা শুয়ে আছি ঘরে।

    রাসূলের শানে হচ্ছে আঘাত
    খুঁজে ফিরি মোরা সুখ,
    হাশরের মাঠে কী করে তাঁকে
    দেখাবো আবার মুখ ?

    একটুও কি তাজা খুন নেই
    আমাদের বুকে হায় ?
    যা আগুন হয়ে জ্বলে উঠলেই
    ওরা কুপোকাত হয়ে যায়।

    ওদের শক্তি খুব বেশি নাকি;
    আমাদের ঈমান নেই ?
    তাহলে কেন বসে বসে শুধু
    খোঁড়া অজুহাত দেই ?

    রাসূলের মান রক্ষায় মোরা
    নেমে যাবো রাজপথে,
    লড়ে যাবো সব মোস্টওয়ান্টেড
    সন্ত্রাসীদের সাথে ।

    কী হবে না হবে দেখে নিবো সব
    আগুন নিভার পড়ে,
    থাকবো মোরা শাতিমে রাসূলের
    জীবন বিনাশ করে।

    একদিকে সব তাগুতের দল
    একদিকে কিছু মোরা,
    সাহসের সাথে লড়ে যাবো সদা
    হটবো না পিছু ‘থোড়া’

    ফোঁটা ফোঁটা খুন ঝরবে মোদের
    বাঁচবে নবীর মান,
    প্রয়োজনে মোরা নিজেদের সব
    করে দিবো কুরবান।

    লালে লাল খুনে এঁকে দিবো ফুল
    হাবীবে খোদার শানে,
    দেখে নিবো কারা রাসূলের শানে
    আবারো আঘাত হানে।

    اللهم ارزقنا شهادة في سبيلك
    সত্য ন্যায়ের গান, গেয়ে মোরা সবে
    উড়াবো বিজয় নিশান...


  • #2
    মাশা আল্লাহ, খুব চমৎকার হয়েছে।
    আল্লাহ আমাদেরকে রাসূলের শান ও মান রক্ষায় কবুল করুন। আমীন
    “ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.

    Comment


    • #3
      আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই...পড়ে ভাল লাগল। জাযাকাল্লাহ
      আল্লাহ আপনার প্রতিভায় ও মেধায় আরো বারাকাহ দিন। আমীন
      ‘যার গুনাহ অনেক বেশি তার সর্বোত্তম চিকিৎসা হল জিহাদ’-শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহ.

      Comment

      Working...
      X