“খেলা হবে আয় খেলা ”
যে বলে আজ মটকাবে ঘাড়
ঠিক নেই দেখে জন্ম যে তার
হয়েছে বেলুন ফুটে,
ভাসাবে মোদের বুড়িগঙ্গায়
এ বলে যখন পথে চিল্লায়
গাঁজার গন্ধ ছুটে।
দিনভর খায় বাবা,মদ আর
চুরি করে ধরা খায় বারবার
বলে নাকি খেলা হবে,
মোল্লারা সব হবে বরবাদ
মিডিয়াও দেয় এই সংবাদ
দেশে শুধু তারা রবে!
আয় চালু আয়!মাঠে নেমে আয়
সবারে জানিয়ে শেষ গুডবায়
সাথে নিয়ে সব চেলা,
পারবি না আর ফিরে যেতে বেঁচে
মূর্তি মূর্তি বলে হেসে নেচে নেচে
খেলা হবে আয় খেলা।
বদর,উহুদ,খন্দকে মোরা
ধূলো উড়িয়ে চালিয়ে ঘোড়া
জিতেছি বহুত খেলা,
মারলাম কতো শত বেঈমান
উড়ালাম কতো ঘাড়-গর্দান
ভালো জানি মোরা খেলা।
যে বলে আজ মটকাবে ঘাড়
ঠিক নেই দেখে জন্ম যে তার
হয়েছে বেলুন ফুটে,
ভাসাবে মোদের বুড়িগঙ্গায়
এ বলে যখন পথে চিল্লায়
গাঁজার গন্ধ ছুটে।
দিনভর খায় বাবা,মদ আর
চুরি করে ধরা খায় বারবার
বলে নাকি খেলা হবে,
মোল্লারা সব হবে বরবাদ
মিডিয়াও দেয় এই সংবাদ
দেশে শুধু তারা রবে!
আয় চালু আয়!মাঠে নেমে আয়
সবারে জানিয়ে শেষ গুডবায়
সাথে নিয়ে সব চেলা,
পারবি না আর ফিরে যেতে বেঁচে
মূর্তি মূর্তি বলে হেসে নেচে নেচে
খেলা হবে আয় খেলা।
বদর,উহুদ,খন্দকে মোরা
ধূলো উড়িয়ে চালিয়ে ঘোড়া
জিতেছি বহুত খেলা,
মারলাম কতো শত বেঈমান
উড়ালাম কতো ঘাড়-গর্দান
ভালো জানি মোরা খেলা।
Comment