গভীর রাতে যদি ভেঙে যায় ঘুম
রবের কাছে হাত তোল মাজলুম!!!
যার যা চাওয়ার আছে তার কাছে চাও
যত ব্যাথা বেদনা রব কে জানাও
জানাও কে করেছে তোমায় জুলুম!!!
দু চোখের পানি ফেলো যায়নামাজে
নিজেকে হাজির করো দোয়ার মাঝে!
রবকে জানাও তুমি মনের ব্যথা
শুনবে তিনি সব তোমার কথা
থামাতে এধরার সকল জুলুম!!!
গভীর রাতের এই নিস্তব্ধতা
তোমাকে সুযোগ দিল রবের কাছে
খুলে বলতে সব গোপন কথা
রব তো চেয়ে আছে তোমার পানে
ডাকছে তোমাকে এসে নিচ আসমানে
তবুও তুমি এমন সুযোগ
কাজে লাগাচ্ছো না কেনো বেমালুম!!!
রবের কাছে তুমি যা কিছু চাইবে
হুবহু তা না পেলে সাওয়াব পাবে।
রব তো তোমাকে ফিরিয়ে দেবে না
তবু তুমি কেন এখনও চাইবে না?
কিসের অভাবে মুখ করে আছো হুম!!!
দুনিয়াতে তুমি তো নির্যাতিত
জুলুমে জুলুমে প্রকম্পিত!
গভীর রাতে কেন তাহাজ্জুদে
নিজের অভিযোগ জানাও নিতো
কেন কোন কারনে
কত জুলুমে রাত কাটে নির্ঘুম!!!
দুনিয়াতে কারো কাছে চেয়ে যা পাবেনা!
চাইলে রবের কাছে তা চাইলে কভু ফিরাবে না!
তিনি তো সবই জানে ঘটছে কি কোনখানে
কার কি চাওয়া আছে চাও এক্ষুনি তার কাছে
এই তো সেই সময়
হাদিসে বর্ণিত দোয়া কবুলের আসল মৌসুম!!!
Comment