স্বপ্ন
জীবনে চলার বাঁকে, ভুলে গেছি তোমাকে,
ক্ষমা করো আমাকে, সাড়া দাও মোর ডাকে।
স্বপ্ন ছিল আমার, মাড়িয়ে বাঁধার পাহাড়,
যাব বহুদূরে, ফিরবোনাতো নীড়ে।
ওগো প্রভু! জানিনা কভু-
সে আশা নিরাশাই রবে নাকি,
কত-শত ইমতিহান আছে বাকি।
আশা আছে মনে, ছুটবো লক্ষ্য পানে,
যাব সে কাফেলায়, মাহদীর সৈন্য যেথায়।
দিওনা ফিরিয়ে, নাওনা জড়িয়ে-
গাজওয়ায়ে যেতে কাঁদে মোর আঁখি,
সেরা মানবের খাতায় রেখোনাকো বাকি।
-----আল্লাহুম্মা আমীন।
জীবনে চলার বাঁকে, ভুলে গেছি তোমাকে,
ক্ষমা করো আমাকে, সাড়া দাও মোর ডাকে।
স্বপ্ন ছিল আমার, মাড়িয়ে বাঁধার পাহাড়,
যাব বহুদূরে, ফিরবোনাতো নীড়ে।
ওগো প্রভু! জানিনা কভু-
সে আশা নিরাশাই রবে নাকি,
কত-শত ইমতিহান আছে বাকি।
আশা আছে মনে, ছুটবো লক্ষ্য পানে,
যাব সে কাফেলায়, মাহদীর সৈন্য যেথায়।
দিওনা ফিরিয়ে, নাওনা জড়িয়ে-
গাজওয়ায়ে যেতে কাঁদে মোর আঁখি,
সেরা মানবের খাতায় রেখোনাকো বাকি।
-----আল্লাহুম্মা আমীন।
Comment