ঢেউ উঠেছে ঢেউ
ইবনে ক্বাসেম
ঢেউ উঠেছে ঢেউ
দিগ্বিজয়ের ঢেউ উঠেছে
জাগলো নাকি কেউ!
আল-জিহাদের ডঙ্কা বাজে
পূর্বদিকের গগন সাজে
আসলো বুঝি কেউ!
শির জুরিয়ে আমামা সাজে
পশ্চিমাদের কাল এসেছে
সাজছে আবার নৌ।
আজ ঢেউ উঠেছে ঢেউ
মুসলিমরা দেখছো নাকি?
ক্বাসেম আবার আসছে নাকি?
হেবাতুল্লাহ কৈ?
মোল্লা,উসামা,আয়মান,আমি
পাগরী মাথায় সাজবো নাকি!
বীর সেনাদের সৈ!
Comment