খেলাফত যদি চাও হে বন্ধু
নেমে পড়ো ময়দানে
এখনো কেন আছো বসে
বলো তো কোন জ্ঞানে ।
বিগত দিনে করেছ কি
দেখেছি সজ্ঞানে
এখনো যদি এমন করো
কাজ করবে কোন ক্ষণে ।
খেলাফত বন্ধু সহজ নয়তো
কিবোর্ড টাইপ এর মত
আগুনে পুড়ে হতে হবে সোনা
তবেই আসবে সেই দিন তো ।
ভুল ত্রুটি সবারই আছে
আর না করি সমালোচনা
শেষে দেখবে পড়ে আছে
তেলহীন নিজের চরকা খানা ।
দিনগুলি আর না কাটুক
এভাবে সমালোচনায় ,
ভালো করে তেল দেই
নিজের চরকাখানায় ।
কাজ যদি করো বন্ধু
আসিবে সেই রাশেদার দিন ,
নিজেদের মধ্যে সমালোচনায়
উন্মুক্ত হবে বাতিলের সুদিন ।
বন্ধু আসো কাজ করি একসাথে
গড়ি সীসা ঢালা প্রাচীর
বজ্র আঘাতে ভেঙ্গে দেই
বাতিলের সেই নীড় ।
~~~ সংগৃহীত ~~~
নেমে পড়ো ময়দানে
এখনো কেন আছো বসে
বলো তো কোন জ্ঞানে ।
বিগত দিনে করেছ কি
দেখেছি সজ্ঞানে
এখনো যদি এমন করো
কাজ করবে কোন ক্ষণে ।
খেলাফত বন্ধু সহজ নয়তো
কিবোর্ড টাইপ এর মত
আগুনে পুড়ে হতে হবে সোনা
তবেই আসবে সেই দিন তো ।
ভুল ত্রুটি সবারই আছে
আর না করি সমালোচনা
শেষে দেখবে পড়ে আছে
তেলহীন নিজের চরকা খানা ।
দিনগুলি আর না কাটুক
এভাবে সমালোচনায় ,
ভালো করে তেল দেই
নিজের চরকাখানায় ।
কাজ যদি করো বন্ধু
আসিবে সেই রাশেদার দিন ,
নিজেদের মধ্যে সমালোচনায়
উন্মুক্ত হবে বাতিলের সুদিন ।
বন্ধু আসো কাজ করি একসাথে
গড়ি সীসা ঢালা প্রাচীর
বজ্র আঘাতে ভেঙ্গে দেই
বাতিলের সেই নীড় ।
~~~ সংগৃহীত ~~~
Comment