Announcement

Collapse
No announcement yet.

নাফরমানের রমযান

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • নাফরমানের রমযান


    ||নাফরমানের রমযান||
    °°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°



    রমযান মাস অতিবাহিত হয়ে গেল
    কিন্তু আমার এতে কী ফল মিলিল?
    দিবানিশি গুনাহের সাগরে লিপ্ত থেকে
    বলো,কিভাবে পূরিবে মুক্তির সপ্নগুলো?
    হায়!অপূর্ণতা রয়েই গেল!


    বরকতময় এ মাসকে করছি যে হাতছাড়া
    পঁচা-গান্ধা পানিতে প্রবাহিত মোর ঝর্ণাধারা
    উপহাসে মেতে ওঠে দূরের ঐ সব তাঁরা সতেজ
    এ জীবনকে বানিয়েছি আস্ত মরা!
    হায়! আমি তো খেয়ে গেলাম ধরা!


    কলুষিত এ মন যে, হয়ে যাচ্ছে নিকষকালো
    ইবাদাত বন্দেগী আর লাগে না তত ভালো।
    হৃদয়ের লণ্ঠনে যে,জ্বলে না কোনো আলো,
    কয়লার খনিতে আর ময়লা নাই-বা ফেলো।
    হায়! এ আমার কী হলো!


    প্রত্যেক নিম্নমানের আমল প্রিয় হলো
    কুরআনের চেয়ে গল্প-গুজব লাগে ভালো।
    যিকিরের বদলে ঘুম কাছে এল,
    ঘুমের উপর কুচিন্তা প্রাধান্য পেল।
    হায়, হায়! হায়াতের বেলা ফুরালো!


    ও মোর পাপিষ্ঠ মন!স্পর্ধা তোর কত্ত বড়!
    রোজা রেখে গুনাহের কাজ কেমনে ধরো?
    আল্লাহর ভয়ে সব গোনাহ এখনই ছাড়ো,
    তাঁরই ভালোবাসায় নজরানা পেশ করো।
    হে আল্লাহ! আমায় কবুল করো!




    لا حول ولا قوة الا بالله
Working...
X