ইতিহাসেরপালাবদল
চারিদিকে বাঁজছে বিজয়ের সুর
অবুঝ শিশুর বুক ফাঁটা কান্না!
শত শত মা বোনের আহাজারী
আবার কোথাও তাকবিরের বন্যা।
তাকিয়ে দেখো উইঘুর ও ফিলিস্তিন
আবার দেখো মালি ও সোমালিয়া,
উথান-পতনের এ বিষ্ময়কর কাহিনী
কোন জামানায় তুমি খুঁজে পাবে না।
চেয়ে দেখো, মোদের হিন্দের বুকে
সময়ের রাজা আজ মরছে ধুকে,
আবার তাকাও,পাশেরই খোরাসানে
রাজার হাতেই রাজত্ব সেখানে।
তবুও যালিমরা আজ শক্তিশালী
কেননা আমাদের হাত যে খালি,
যারাই দাঁড়িয়েছে, তারাই পেয়েছে
বিজয় তাদের ললাটে চুমু একেঁছে।
ঘুমন্ত শার্দুলরা জেগে ওঠো
গাধার বাণিজ্য বন্ধ করো,
বনের রাজা বনেই থাকো
পালাবে তখন শুয়োরের রাজত্ব।
~~~~~~~~~
চারিদিকে বাঁজছে বিজয়ের সুর
অবুঝ শিশুর বুক ফাঁটা কান্না!
শত শত মা বোনের আহাজারী
আবার কোথাও তাকবিরের বন্যা।
তাকিয়ে দেখো উইঘুর ও ফিলিস্তিন
আবার দেখো মালি ও সোমালিয়া,
উথান-পতনের এ বিষ্ময়কর কাহিনী
কোন জামানায় তুমি খুঁজে পাবে না।
চেয়ে দেখো, মোদের হিন্দের বুকে
সময়ের রাজা আজ মরছে ধুকে,
আবার তাকাও,পাশেরই খোরাসানে
রাজার হাতেই রাজত্ব সেখানে।
তবুও যালিমরা আজ শক্তিশালী
কেননা আমাদের হাত যে খালি,
যারাই দাঁড়িয়েছে, তারাই পেয়েছে
বিজয় তাদের ললাটে চুমু একেঁছে।
ঘুমন্ত শার্দুলরা জেগে ওঠো
গাধার বাণিজ্য বন্ধ করো,
বনের রাজা বনেই থাকো
পালাবে তখন শুয়োরের রাজত্ব।
~~~~~~~~~
Comment