ভয়ংকর অগ্নি
-------------------
" আমি দমকা হাওয়ায় মিথেন গ্যাস,
চৌবাচ্চার জলে।"
.......... হে অমুক! দেখো-দেখো, শোনো-শোনো -
লোকটা কি সব জানি বলছে রে!
কেন?
আমি কি না বলি -
আর কি না করি?
আমি ফুটন্ত পদ্ম - ফুলে,
বিভিশিকাময় অগ্নি,
ঘূর্ণিঝড়ে দম নিয়ে,
ভয়ংকর ভাবে জ্বলে উঠি।
ভয় দেখিয়েছিস, ভয় পেয়েছি দুর্বলতার তরে।
দেয়ালে পিঠ ঠেকে গেছে -
এখন, আমি এক ভয়ংকর আগ্নেয়গিরি।
যাই সম্মুখে আসবে তাই করব চূর্ণ -
আমি এক ভয়ংকর অগ্নিকুন্ড।
রক্তের ঝং জ্বলসে গেছে,
জ্বালাময়ী অন্তরের হিংস্র থাবায়,
ঝড়-ঝঞ্চা, জলোচ্ছ্বাস, টর্নেডোকে বেসেছি গো ভালো,
ভয় নেই কো ভয় নেই -
ভয় বোঝি আমাকেই ভয় পায়!
আমরাই যে আজ তাদের প্রভু!
হে বালক!
প্রশ্নকারী হয়ও না,
বরং সন্ধানকারী হও,
কেননা, উত্তর আছে বলেই প্রশ্নের সৃষ্টি হয়!!
-------------------
" আমি দমকা হাওয়ায় মিথেন গ্যাস,
চৌবাচ্চার জলে।"
.......... হে অমুক! দেখো-দেখো, শোনো-শোনো -
লোকটা কি সব জানি বলছে রে!
কেন?
আমি কি না বলি -
আর কি না করি?
আমি ফুটন্ত পদ্ম - ফুলে,
বিভিশিকাময় অগ্নি,
ঘূর্ণিঝড়ে দম নিয়ে,
ভয়ংকর ভাবে জ্বলে উঠি।
ভয় দেখিয়েছিস, ভয় পেয়েছি দুর্বলতার তরে।
দেয়ালে পিঠ ঠেকে গেছে -
এখন, আমি এক ভয়ংকর আগ্নেয়গিরি।
যাই সম্মুখে আসবে তাই করব চূর্ণ -
আমি এক ভয়ংকর অগ্নিকুন্ড।
রক্তের ঝং জ্বলসে গেছে,
জ্বালাময়ী অন্তরের হিংস্র থাবায়,
ঝড়-ঝঞ্চা, জলোচ্ছ্বাস, টর্নেডোকে বেসেছি গো ভালো,
ভয় নেই কো ভয় নেই -
ভয় বোঝি আমাকেই ভয় পায়!
আমরাই যে আজ তাদের প্রভু!
হে বালক!
প্রশ্নকারী হয়ও না,
বরং সন্ধানকারী হও,
কেননা, উত্তর আছে বলেই প্রশ্নের সৃষ্টি হয়!!
Comment