বাস্তবতা
নির্বাক নিঃস্তব্ধ ভূ-ধর (ভূধর), বধির মানবতা
হিংস্র পাষাণ্ড (পাষণ্ড) দূস্যরা আজি মাস্তি-মাতোয়ারা।
বনের পাখিরা অশ্রু ঝরায় বৃক্ষের হৃদে অগ্নি,
শিলা ভাঙ্গে নিরাবতা (নীরবতা), করে ক্রন্দন আহাজারি।
মর্ত্যের মৃত্তিকা খুন চুষে আজি হয়রান দিশেহারা
দিবাকারের (দিবাকর) আভা কত শোনিত শুকায়,
কত লুকায় বারিধারা।
কি হিন্দুস্থান চীন ফিলিস্তিন, কি আরব অনারব,
মুমিনের খুনে সিক্ত মাটি, হিসাস (হিসাব) নেই তো কারো।
ব্যাঘ্র হায়না জঙ্গল ছাড়ি মানবতার ঘাড়ে সওয়ারি
লুফে নেয় খুন দিবা কি নিশি, মানবতা শিকলে বন্দী।
খুনের গন্ধে আকাশ ভারি, মর্ত্যের পরিতাপ,
কেন মারে? কেন মরে?
এ হিসাব কী পেয়েছে আজ?
জাতির মোড়াল চেয়ে চেয়ে হাসে
ব্যঙ্গ করে মনের সুখে,
রং মেখে শুয়ে ছিলি তুই
উঠলি তাই পুলিশ দেখে।
ও হে বিবেক, কেন এ লাঞ্ছনা বঞ্চনা?
কেন এ জুলুম নির্যাতন আর কেন এ নির্মামতা (নির্মমতা)?
হৃদয়ে আজি রক্ত ক্ষরণ, ওষ্ঠে ঝুলানো তালা
হে রাসূলের উম্মাত, ভুলেছ তারি পথ,
তাই এ বাস্তবতা, তাই এ বাস্তবতা।
নির্বাক নিঃস্তব্ধ ভূ-ধর (ভূধর), বধির মানবতা
হিংস্র পাষাণ্ড (পাষণ্ড) দূস্যরা আজি মাস্তি-মাতোয়ারা।
বনের পাখিরা অশ্রু ঝরায় বৃক্ষের হৃদে অগ্নি,
শিলা ভাঙ্গে নিরাবতা (নীরবতা), করে ক্রন্দন আহাজারি।
মর্ত্যের মৃত্তিকা খুন চুষে আজি হয়রান দিশেহারা
দিবাকারের (দিবাকর) আভা কত শোনিত শুকায়,
কত লুকায় বারিধারা।
কি হিন্দুস্থান চীন ফিলিস্তিন, কি আরব অনারব,
মুমিনের খুনে সিক্ত মাটি, হিসাস (হিসাব) নেই তো কারো।
ব্যাঘ্র হায়না জঙ্গল ছাড়ি মানবতার ঘাড়ে সওয়ারি
লুফে নেয় খুন দিবা কি নিশি, মানবতা শিকলে বন্দী।
খুনের গন্ধে আকাশ ভারি, মর্ত্যের পরিতাপ,
কেন মারে? কেন মরে?
এ হিসাব কী পেয়েছে আজ?
জাতির মোড়াল চেয়ে চেয়ে হাসে
ব্যঙ্গ করে মনের সুখে,
রং মেখে শুয়ে ছিলি তুই
উঠলি তাই পুলিশ দেখে।
ও হে বিবেক, কেন এ লাঞ্ছনা বঞ্চনা?
কেন এ জুলুম নির্যাতন আর কেন এ নির্মামতা (নির্মমতা)?
হৃদয়ে আজি রক্ত ক্ষরণ, ওষ্ঠে ঝুলানো তালা
হে রাসূলের উম্মাত, ভুলেছ তারি পথ,
তাই এ বাস্তবতা, তাই এ বাস্তবতা।
Comment