আমি দোষ দিব আমার সচেতনতাকে!
দরকার ছিল আমার প্রতিটা মূহুর্ত সচেতনতার
এ-কী! আমি অচেতন! বেখেয়ালী হালচাল!
"হাল-লানা মিনাল আমরি মিন শাঈ?"**
মুখের বচন না হলেও খরেদরে দেখি এটাই আমার লাইফস্টাইল!!
'আমি মাসুম!'
কী অপূর্ব নফসানী দায়মুক্তি!
এরই ফাঁকফোকর ধরে ঘটে শয়তানের অনুপ্রবেশ!
এরপর রাজ্যের অলসতা, জড়তা আর তন্দ্রায় বুঁদ হয়ে থাকা!
একটা বিশ্বযুদ্ধ লেগে গেলেও যেন কাটছে না নেশা!
আমি কি বয়সের দোষ দিব?
নাকি আমার পারিপার্শ্বিকতা ও সমাজকে?
না! না! আমি তা করব না!
আমি দোষ দিব আমার সচেতনতাকে!
========================
** "আমাদের কি এখানে করার কিছু ছিল?" (আলে ইমরান ৩:১৫৪) কুরআনে বর্ণিত মুনাফিকদের ওজরখাহী! উহুদ যুদ্ধের প্রেক্ষাপট!
Comment