"হে রাসূল (ﷺ)
আপনার শানে আমি ছন্দ মিলাতে ব্যর্থ"
(✍️মোহাম্মাদ আরাফাত✍️)
আপনাকে নিয়ে লিখতে বসলে,
ছন্দ পাইনা খুজে।
শব্দ মালা কোনটি লিখবো,
উঠতে পারিনা বুঝে।
ঘাটতি পড়ে আমার মাঝের
ক্ষুদ্র জ্ঞানের পাতায়।
আপনার শানে কি লিখবো
আসেনা আমার মাথায়।
রব্বে কারীম যাঁহার শানে
দুরূদ করেছে বর্ণনা।
আপনিতো সেই মহান মানব
আখেরি নবি মুস্তফা (ﷺ)।
আপনার শানে লিখতে আমার
কেপে ওঠে অন্তর।
যদি হয়ে যায় কোনো বেয়াদবি
লিখি কিছু অবান্তর!
সেই ভয়েতেই বার বার আমি
লিখতে চেয়েও লিখিনি।
মনের মতো শব্দ গেঁথে
ছন্দ মিলাতে পারিনি।
মনের মাঝের অপূর্ণ সব
ছন্দ দিয়েছি বাদ।
কারণ আপনি সাইয়্যেদুল আম্বিয়া
মোর পেয়ারা নাবী মুহাম্মাদ (ﷺ)।
ওগো রাসূল (ﷺ)
আপনি আমার হিদায়াতের পথ
আপনিতো রবের পাঠানো
হিদায়াতের নূরান্বিত এক ফুল।
আপনি হলেন মহান রবের
পেয়ারা হাবিব মুহাম্মাদ রাসূল।
ওগো রাসূল (ﷺ)
আমার ছন্দে ঘাটতি চরম আজ।
পাইনা উপমা আপনার শানে
তাই বড়ই চিন্তার ভাজ।
আপনার শানে যথার্থ উপমা
মহান রবের কাছেই আছে বেশ।
তাই আমি মহান রবের দেয়া দুরূদ ও সালাম
বার বার আপনার শানে করতে চাই পেশ।
........সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.......
🥰💝🥀
আপনার শানে আমি ছন্দ মিলাতে ব্যর্থ"
(✍️মোহাম্মাদ আরাফাত✍️)
আপনাকে নিয়ে লিখতে বসলে,
ছন্দ পাইনা খুজে।
শব্দ মালা কোনটি লিখবো,
উঠতে পারিনা বুঝে।
ঘাটতি পড়ে আমার মাঝের
ক্ষুদ্র জ্ঞানের পাতায়।
আপনার শানে কি লিখবো
আসেনা আমার মাথায়।
রব্বে কারীম যাঁহার শানে
দুরূদ করেছে বর্ণনা।
আপনিতো সেই মহান মানব
আখেরি নবি মুস্তফা (ﷺ)।
আপনার শানে লিখতে আমার
কেপে ওঠে অন্তর।
যদি হয়ে যায় কোনো বেয়াদবি
লিখি কিছু অবান্তর!
সেই ভয়েতেই বার বার আমি
লিখতে চেয়েও লিখিনি।
মনের মতো শব্দ গেঁথে
ছন্দ মিলাতে পারিনি।
মনের মাঝের অপূর্ণ সব
ছন্দ দিয়েছি বাদ।
কারণ আপনি সাইয়্যেদুল আম্বিয়া
মোর পেয়ারা নাবী মুহাম্মাদ (ﷺ)।
ওগো রাসূল (ﷺ)
আপনি আমার হিদায়াতের পথ
আপনিতো রবের পাঠানো
হিদায়াতের নূরান্বিত এক ফুল।
আপনি হলেন মহান রবের
পেয়ারা হাবিব মুহাম্মাদ রাসূল।
ওগো রাসূল (ﷺ)
আমার ছন্দে ঘাটতি চরম আজ।
পাইনা উপমা আপনার শানে
তাই বড়ই চিন্তার ভাজ।
আপনার শানে যথার্থ উপমা
মহান রবের কাছেই আছে বেশ।
তাই আমি মহান রবের দেয়া দুরূদ ও সালাম
বার বার আপনার শানে করতে চাই পেশ।
........সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম.......
🥰💝🥀
Comment