“নীরবতা”
অদ্ভুত এক নীরবতা নেমেছে আজ,
যেখানে অপরাধীর হাসি শোনা যায়—
আর ভুক্তভোগীর আর্তনাদ ঢাকা পড়ে
শাসকের আশ্বাসের শব্দে।
উপেক্ষা এখন নিয়মের পোশাক পরে হাঁটে,
উদাসীনতা বসে থাকে ক্ষমতার চেয়ারে;
ধামাচাপা এক প্রথায় পরিণত হয়েছে,
আর ভুক্তভোগীকেই দোষারোপ—
এক সামাজিক শিষ্টাচার আজ!
মিডিয়ার আলো ম্লান হয়ে যায়,
যেইখানে সত্যের রঙ অস্বস্তিকর—
খবরের ভাষা বদলে যায়,
অপরাধী হয়ে ওঠে ‘সম্ভাব্য’—
আর ন্যায়বিচার ঘুমিয়ে থাকে
ফাইলের পাতার নিচে।
কিন্তু মনে রেখো—
চেপে রাখা কান্না একদিন ঝড় হয়ে ফিরে আসে,
প্রতিটি নীরবতা শেষমেশ বজ্র হয়ে নামে।
প্রতিটি অবমাননা জ্বলে উঠবে আগুন হয়ে,
যা পুড়িয়ে দেবে
অদ্ভুত এক নীরবতা নেমেছে আজ,
যেখানে অপরাধীর হাসি শোনা যায়—
আর ভুক্তভোগীর আর্তনাদ ঢাকা পড়ে
শাসকের আশ্বাসের শব্দে।
উপেক্ষা এখন নিয়মের পোশাক পরে হাঁটে,
উদাসীনতা বসে থাকে ক্ষমতার চেয়ারে;
ধামাচাপা এক প্রথায় পরিণত হয়েছে,
আর ভুক্তভোগীকেই দোষারোপ—
এক সামাজিক শিষ্টাচার আজ!
মিডিয়ার আলো ম্লান হয়ে যায়,
যেইখানে সত্যের রঙ অস্বস্তিকর—
খবরের ভাষা বদলে যায়,
অপরাধী হয়ে ওঠে ‘সম্ভাব্য’—
আর ন্যায়বিচার ঘুমিয়ে থাকে
ফাইলের পাতার নিচে।
কিন্তু মনে রেখো—
চেপে রাখা কান্না একদিন ঝড় হয়ে ফিরে আসে,
প্রতিটি নীরবতা শেষমেশ বজ্র হয়ে নামে।
প্রতিটি অবমাননা জ্বলে উঠবে আগুন হয়ে,
যা পুড়িয়ে দেবে
এই সাজানো নীরবতার আস্তরণ।