প্রিয় হুরে ঈন!
তুমি কি বুঝবে, কতটা কষ্টে
কাটছে মোর দিন?
ক্বলবের ছটফটানি
শুনবে কি তুমি
খাহেশাতের সাগরে যখন
থাকে ফুটন্ত পানি?
প্রতিটা ক্ষণ, আমার এ মন
নিজেরই বিরুদ্ধে,
অস্ত্র নিয়ে হাতে
থাকে রনাঙ্গন।
গহীন রাতে, নির্জনে, নির্ভৃতে
গুনাহের সবকিছু যখন
হাতের নাগালে থাকে
তুমি কি বুঝবে?
কতটা কষ্ট হয় তখন
নিজেকে বাঁচাতে।
নির্জন কুঠরিতে
পাশে যখন কেউ না থাকে
প্রভুর সান্বিধ্যে থাকার
এক বিশেষ মুহূর্তে!
শত্রুরা দেয় হানা,
বলে, "আজ নেই মানা"।
উঠে পড়ি, হুঙ্কার ছাড়িতে
রবের ভয়ে নিজেকে দমাতে।
নফস ও শায়াত্বীন
নেই রাত, নেই দিন
আঘাত করিতে থাকে
যেন দয়ামায়াহীন।
প্রিয় হুরে ঈন!
তুমি কি বুঝবে, কতটা কষ্টে
কাটছে যে মোর দিন!
তুমি কি বুঝবে, কতটা কষ্টে
কাটছে মোর দিন?
ক্বলবের ছটফটানি
শুনবে কি তুমি
খাহেশাতের সাগরে যখন
থাকে ফুটন্ত পানি?
প্রতিটা ক্ষণ, আমার এ মন
নিজেরই বিরুদ্ধে,
অস্ত্র নিয়ে হাতে
থাকে রনাঙ্গন।
গহীন রাতে, নির্জনে, নির্ভৃতে
গুনাহের সবকিছু যখন
হাতের নাগালে থাকে
তুমি কি বুঝবে?
কতটা কষ্ট হয় তখন
নিজেকে বাঁচাতে।
নির্জন কুঠরিতে
পাশে যখন কেউ না থাকে
প্রভুর সান্বিধ্যে থাকার
এক বিশেষ মুহূর্তে!
শত্রুরা দেয় হানা,
বলে, "আজ নেই মানা"।
উঠে পড়ি, হুঙ্কার ছাড়িতে
রবের ভয়ে নিজেকে দমাতে।
নফস ও শায়াত্বীন
নেই রাত, নেই দিন
আঘাত করিতে থাকে
যেন দয়ামায়াহীন।
প্রিয় হুরে ঈন!
তুমি কি বুঝবে, কতটা কষ্টে
কাটছে যে মোর দিন!
Comment