Announcement

Collapse
No announcement yet.

||কবিতা; নফসের পুজারী ||

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ||কবিতা; নফসের পুজারী ||

    খাহেশাতের ঘোড়ায় চড়ে
    গন্তব্য তোমার কতদূরে!
    মুখ থুবড়ে মাটির উপরে
    হোঁচট খেয়ে থাকবে পড়ে।

    মন থেকে একটা কথা বলি,
    রবের জন্যেই হও তৈরী।
    খাহেশাতের গলায় চালাও ছুরি
    সমোঝোতার কোন পথ নেহি।

    বুঝতে না চাও এখনও যদি
    সইতে পারবে কি দোযখের অগ্নি?
    তবে কেন এত গড়িমসি!
    আগুনের
    উত্তাপ যে খুবই বেশী।

    আল্লাহর সামনে যবে দাঁড়াবে তুমি
    হাত-পা বেঁধে পিছমোড়া করি;
    চারিদিকে দেখবে পাপের সাক্ষী
    টিকবে না তোমার কোন ফন্দি!

    আর কত কাল থাকবে ভবে?
    পা দিও না এই ধোঁকার ফাঁদে।
    যৌবনকাল কি আমরণ থাকবে?
    আর মৃত্যু থেকে ছুটি নিলে কবে!

    জবাব দাও! তোমার "ইলাহ" কে?
    নফসের গোলামি ছাড়বে কবে!
    ঘরের ছেলে ফিরে যাও নীড়ে
    আর তো তুমি যেও না দূরে!!

    রব্বে-কারীম ডাকছে তোকে
    দিনে ও নিশি রাতে,
    সাড়া দাও বান্দা প্রভুর ডাকে
    বলো তো আর কয়দিন বাঁচবে?




  • #2
    মাশাআল্লাহ
    আল্লাহ তাআলা আপনার লিখনিতে বারাকাহ দান করুন, আমীন
    বছর ফুরিয়ে যাবে এতো রিসোর্স আছে https://gazwah.net সাইটে

    Comment


    • #3
      নফস বড় ধোঁকাবাজ,
      প্রস্তুত রাখে গুনাহের সাজ।
      নফসের দাসত্বে এই সমাজ,
      ধ্বংসের দ্বারপ্রান্তে আজ।


      ধোঁকা দেয় সে ধীরে ধীরে ,
      কেউ যেন বুঝতে না পারে।
      কী থেকে কী হলো রে,
      ভাল লোক মন্দ হলো কেমনে!

      নফসের কথায় যারা চলতে থাকবে
      দোজখের দোরগোড়ায় নিজেকে পাবে।
      সময় থাকতে যে জন না বুঝিবে,
      কবরের মাটি তার হুশ ফিরাবে।



      মৃত্যু! সব কিছু থামিয়ে দিবে
      নফসের গোলামি চুকিয়ে দিবে।
      যা ছাড়ছি না আজ,তা ছুটে যাবে
      বাহানা যতই করি, মরতে হবে।
      সে হঠাৎ আসবে মোদের কাছে,
      এখনই মরার প্রস্তুতি কি মোর আছে?





      Comment


      • #4
        আল্লাহ আপনার লেখনীতে বারাকাহ দান করুন।আমিন।

        " ধৈর্যশীল ও সতর্কবাণ ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত" - শাইখ ওসামা বিন লাদেন (রহ.)

        Comment

        Working...
        X