Announcement

Collapse
No announcement yet.

।।জাগ্রত কবিতা।। "জেগে উঠো মুসলিম" ।।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ।।জাগ্রত কবিতা।। "জেগে উঠো মুসলিম" ।।


    জেগে উঠো মুসলিম
    *****
    জেগে উঠো মুসলিম হস্তে হাতিয়ার
    জালিমের টুটি কর খন্ড।
    করিতে হবে জয় দিল্লির শাহীময়,
    হাতে তুলো হায়দারি দন্ড।
    হাতে তুলো হায়দারি দন্ড।

    জ্বলে ফিলিস্তিন-কাশ্মীর-আরাকান
    ঝড়ে উম্মাহর সুফলা তাজা প্রাণ।
    মরে শুধু মুসলিম!! ঝড়ে খুন অবিরাম!!
    জিহাদ ভিন্ন কভূ আছে কী সমাধান?
    জিহাদ ভিন্ন কভূ আছে কী সমাধান?

    জেগে উঠো মুসলিম হস্তে হাতিয়ার
    জালিমের দম্ভ কর চূর্ণ।
    যদি ঝড়ে এক প্রাণ, কেড়ে আন দশখান।
    গনিমত লভে হও ধন্য!
    গনিমত লভে হও ধন্য!

    নাহি আর পিছুটান, উঠো করি ছাতি টান
    অসির কালিতে লেখি কাব্য।
    অসি আর গর্দান কুফ্ফার কুলখান,
    শানাইয়ের গীত বাজে হৃদে তো!
    শানাইয়ের গীত বাজে হৃদে তো!

    বিদ্যুৎসম বেগ স্ফুলিঙ্গ তেজ
    আকাশটা মুষ্টিতে ভরে,
    নিক্ষেপ করিবো কলিজার পরে তোর।
    কাফের মুশরিক ওরে,
    মুনাফিক জালিম ওরে।

    যে পথে সিদ্দিক, ছিল উমর উছমান
    আলী হামজা সাইফুল্লাহ।
    সে পথেই হবে জয় নাহি কভু পরাজয়
    মাঝি মোদের রসূলুল্লাহ(
    ﷺ),
    মাঝি মোদের রসূলুল্লাহ(ﷺ)


    ভুবন ছারিয়ে পরাবার পেরিয়ে
    হবে জয়গান মোর খোদার
    রবে না হানাহানি অসম্মান দূর্গতি।
    দ্বীন কায়েম হবে আল্লাহর,
    দ্বীন কায়েম হবে আল্লাহর।

    এখনই সেই দিন বাজবে নতুন বীন
    জালিমের খুনে ঢালো অগ্নি।
    আরশের আদিবাসী চেয়ে সবুজ পাখি!
    শূণ্য উদরখানি নিয়ে তো!
    শূণ্য উদরখানি নিয়ে তো!

    ডাগর ডাগর আঁখি চেয়ে আছে অপরূপী
    বিরহে কাতর হৃদয় জ্বলছে,
    জিহাদের ময়দানে দৃষ্টি নিবদ্ধ তার!
    খোঁজে পতি! কে হবে স্বামী গো!?!
    খোঁজে পতি! কে হবে স্বামী গো!?!

    জেগে উঠো মুসলিম,জেগে উঠো মুসলিম।

    *******







  • #2
    মুহতারাম স্বরে স্বরে বলে দেন। সংগীত হয়ে যাক

    Comment

    Working...
    X