শীতের হিমেল হাওয়া
মুমিনের অনন্য পাওয়া,
ছোট দিনে বড় রাত
আবেদগণের সুপ্রভাত।
বসন্তের আমেজ লেগেছে
নেককারদের খুশি কে দেখে!
জান্নাতের পথের প্রথিকদের
দ্রুততম বাহন মিলেছে!
ওহে অলস! একটু সতর্ক হও
বিশাল এ রাতেও যদি জাগনা না পাও!
নিজের আমলের খাতায় নজর বুলাও,
গুনাহের আবর্জনা সরিয়ে নাও।
মুমিনের বসন্ত নববী ইরশাদে
ফুল ফুটেছে আনুগত্যের বাগানে,
রাতের কোকিল কুরআন পড়ে
দিনের ভ্রমর সংযমের গান করে।
মুমিনের অনন্য পাওয়া,
ছোট দিনে বড় রাত
আবেদগণের সুপ্রভাত।
বসন্তের আমেজ লেগেছে
নেককারদের খুশি কে দেখে!
জান্নাতের পথের প্রথিকদের
দ্রুততম বাহন মিলেছে!
ওহে অলস! একটু সতর্ক হও
বিশাল এ রাতেও যদি জাগনা না পাও!
নিজের আমলের খাতায় নজর বুলাও,
গুনাহের আবর্জনা সরিয়ে নাও।
মুমিনের বসন্ত নববী ইরশাদে
ফুল ফুটেছে আনুগত্যের বাগানে,
রাতের কোকিল কুরআন পড়ে
দিনের ভ্রমর সংযমের গান করে।
Comment