“মটকা শালার ঘাড়”
মসজিদ হলো আল্লাহর ঘর সর্বদা খোলা রবে,
সর্বদা তাতে যিকির-আযকার ঈমানী আমল হবে।
সকাল-বিকাল, রাত্রি-দুপুর চাইবে যখন মন,
প্রভুর তরে সেজদা দিতে যাইবে মুমিনগণ।
বান্দা-তরেই হলো মসজিদ বালুকণা-ইট মিলে,
মসজিদ হয় ধন্য, আবাদ মুমিন সেজদা দিলে।
কমিটির কাজ মসজিদ আর নামাজির সেবা করা,
মসজিদ পানে মানুষ ডাকা;নিজেও নামাজ পড়া।
সপ্তাহে একদিন মসজিদে এসে করে শুধু নেতাগিরি,
মসজিদে এলে মুন্সী সাজে বাহিরে টানে বিড়ি।
ছুতো পেলেই মসজিদে চায় ঝুলাতে বিশাল তালা,
নিরাপত্তার জন্য নাকি এটাই লোহার মালা।
মসজিদে তালা দিতে চায় এতোটা সাহস কার?
খোদাপ্রেমী সব মুমিনেরা আজ মটকা শালার ঘাড়।
--সংগৃহীত
মসজিদ হলো আল্লাহর ঘর সর্বদা খোলা রবে,
সর্বদা তাতে যিকির-আযকার ঈমানী আমল হবে।
সকাল-বিকাল, রাত্রি-দুপুর চাইবে যখন মন,
প্রভুর তরে সেজদা দিতে যাইবে মুমিনগণ।
বান্দা-তরেই হলো মসজিদ বালুকণা-ইট মিলে,
মসজিদ হয় ধন্য, আবাদ মুমিন সেজদা দিলে।
কমিটির কাজ মসজিদ আর নামাজির সেবা করা,
মসজিদ পানে মানুষ ডাকা;নিজেও নামাজ পড়া।
সপ্তাহে একদিন মসজিদে এসে করে শুধু নেতাগিরি,
মসজিদে এলে মুন্সী সাজে বাহিরে টানে বিড়ি।
ছুতো পেলেই মসজিদে চায় ঝুলাতে বিশাল তালা,
নিরাপত্তার জন্য নাকি এটাই লোহার মালা।
মসজিদে তালা দিতে চায় এতোটা সাহস কার?
খোদাপ্রেমী সব মুমিনেরা আজ মটকা শালার ঘাড়।
--সংগৃহীত
Comment