Announcement

Collapse
No announcement yet.

শাসক ও তার গুণ্ডাবাহিনী।। কবিতা।

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • শাসক ও তার গুণ্ডাবাহিনী।। কবিতা।

    শাসক ও তার গুণ্ডাবাহিনী

    আমার বোনের ইজ্জত নিয়ে খেলছে ওরা ছিনিমিনি
    সমাজের বদমাশেরা সুযোগ পেয়ে করছে যে আজ রাহাজানি
    শয়তানের প্ররোচনায়, মানুষ আজ মানুষকে খায়!
    চারদিকেই অশান্তি হায়! এ কেমন যুগ এলো ভাই!
    মানুষের সিকিউরিটি বলতে গেলে শূন্য কোঠায়।

    কী বলব দেশের কথা, মনে যে লাগে ব্যাথা
    পুলিশের অত্যাচারে অতিষ্ঠ আজ আম-জনতা।
    অযথাই মানুষ ধরে , টাকা নিয়ে দেয় যে ছেড়ে
    এ কেমন বিচার হলো! এ নতুন বিধান এলো!!
    যদি তার দোষটা থাকে, কেন ছেড়ে দিবে তাকে?!
    কেন নিবে টাকা হাতে?! সরকারী মাইনে সাথে!
    পুলিশের দোষ কেন নাই !? চোরে চোরে মাসতুতো ভাই
    এদেশের শাসক যেমন, পুলিশও তার হবেই তেমন।

    এদেশের শাসকশ্রেণী , মানুষ নয় অন্যপ্রাণী!
    জনতার টাকা দিয়ে বাড়িতে বানায় খনি।
    জনতার রক্ত চুষে, কথা কয় হেসে হেসে!
    যেন তারা ন্যায়বিচারক, জনতার ভয়টা কিসে?!
    সাঁজে তারা মহৎমানুষ, যেন তাদের নাই কোনো দোষ!
    মিথ্যার আড়ালেতে, নিজেকে চায় লুকোতে ।
    মনে করে মূর্খ সবাই, তাকে আর কে খুঁজে পায়!!
    সেদিন আর নেইরে দূরে, অচিরেই পড়বি ধরা
    আল-কায়েদার আহ্বানে বাংলায় এবার পড়েছে সাড়া।
    জনতা জাগছে এবার, সুযোগ নেই তোর পালাবার
    মিথ্যার অন্ধকারে গ্রেনেড ছুড়ে, করে দিবে সব ছারখার।
    “ আমি আবেগী হতে পারি, তবে নই বাস্তবতায় বিমুখ,
    জানি কারাগার কেড়ে নিতে পারে মোর জীবনের সব সুখ।
    জেনে *বুঝেই আমি বেছে নিয়েছি শত কষ্টের এই পথ,
    যে পথ নিয়ে যাবে জান্নাতে, সে পথে অটল থাকার করেছি শপথ।”

  • #2
    যাজাকআল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে

    Comment


    • #3
      যাজাকআল্লাহ ভাই খুব সুন্দর হয়েছে

      Comment


      • #4
        “ আমি আবেগী হতে পারি, তবে নই বাস্তবতায় বিমুখ,

        জানি কারাগার কেড়ে নিতে পারে মোর জীবনের সব সুখ।

        জেনে *বুঝেই আমি বেছে নিয়েছি শত কষ্টের এই পথ,

        যে পথ নিয়ে যাবে জান্নাতে, সে পথে অটল থাকার করেছি শপথ।”
        বিবেক দিয়ে কোরআনকে নয়,
        কোরআন দিয়ে বিবেক চালাতে চাই।

        Comment


        • #5
          জাযাকাল্লাহ খইর। অনেক সুন্দর লিখেছেন।
          আপনাদের নেক দু‘আয় মুজাহিদীনে কেরামকে ভুলে যাবেন না

          Comment

          Working...
          X