الحمد لله حمدا موافيا كما ينبغي
এতে কোন সন্দেহ নেই যে, আমরা এমন এক সময়
অতিবাহিত করছি, যখন হক্বকে চেনাও কঠিন!
আবার হক্বের উপর থাকা মনে হয় আর কঠিন।
প্রিয় নাবী সাঃ চৌদ্ধশত বছর আগেই আমাদেরকে
সতর্ক করেছেন। তোমরা সমুদ্রের ফেনার মত, অন্ধকার
রাতের ন্যায় ফিতনা আসার পূর্বেই নেক আ'মাল গুলো
করে নাও।
কারণ যখন ফিতনা এসে যাবে, তখন ফিতনার ভিরে
আ'মাল করার সুযোগ থাকবে না খুব বেশী।
আমি এমন অনেক ভাইকে দেখিছি, যিনি মুক্তিপ্রাপ্ত দল
ও চেনেন, আক্বিদাও ঠিক আছে, মানহাজ ও কিছু বুজেন।
তবুও তিনি বিভিন্ন দল, ফেরকার সাথে চলেন এই আশায়
যে, হক্ব সেখানেও থাকতে পারে। আবার যুক্তিও পেশ করে
তাদের বিভিন্ন ভাল কাজ ও কথা দিয়ে।
একটা সময় দেখা যায় তারা ঐসকল দলের মধ্যে ঢুকে গেছে
বা তাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী তে রূপান্তরিত হয়ে গেছে।
অথচ প্রতিটি দলের মধ্যে কিছু ভালো, একনিষ্ঠ, কর্মঠ, উদ্যমী
লোক আছে, এবং ভাল কিছু কাজ, শ্লোগান, ও আছে।
যেমন বর্তমান সময়ের দুটি বাতিল ফিরকাহ ইসলামী সমাজ,
হিজবুত তাওহিদ তাদের ও কিছু ভাল কথা ও কাজ আছে।
যেমন আমরা মানব রচিত কোন আইন মানিনা, রাষ্ট্র যার
আইন চলবে তার। ইত্যাদি
আপনি এগুলো তাদের পোষ্টার লিপ্লেটের মধ্য দেখতে পাবেন।
অথচ এই শ্লোগান গুলো আমাদের মাশায়েখরাই উম্মাহর মধ্যে
জাগ্রত করেছে বহু বছর ধরে দাওয়াহ ও তালিমের মাধ্যমে।
যে শ্লোগান গনতন্ত্রের বিরুদ্ধে তারা জাগ্রত করেছে, ঠিক সে
শ্লোগান গুলো হিজবুত তাহরীর সহ এজাতীয় ভ্রান্ত দল গুলো ব্যবহার
করছে আমাদের বিরুদ্ধে।
আল্লাহ আমাদের সবাইকে হক্ব কে চিনে তার উপর অবিচল থাকার
তাওফিক দান করুন। আর বাতিল জাহান্নামী ফিরকাহ থেকে
আমাদেরকে দূরে রাখুন,
আর আল্লাহ আমাদের সকলকে কবুল করুন নাবী, সিদ্দিক, শূহাদা
সালেহীন দের সাথে।
অধমের জন্য দোয়া করতে ভুলবেন না! তিনি যেন এই অধমের
কলম ও কলব উভয়টা কে এসলাহ করে শাহাদাতের অমিয় সুধা পান
করার তৌফিক দান করেন।
এতে কোন সন্দেহ নেই যে, আমরা এমন এক সময়
অতিবাহিত করছি, যখন হক্বকে চেনাও কঠিন!
আবার হক্বের উপর থাকা মনে হয় আর কঠিন।
প্রিয় নাবী সাঃ চৌদ্ধশত বছর আগেই আমাদেরকে
সতর্ক করেছেন। তোমরা সমুদ্রের ফেনার মত, অন্ধকার
রাতের ন্যায় ফিতনা আসার পূর্বেই নেক আ'মাল গুলো
করে নাও।
কারণ যখন ফিতনা এসে যাবে, তখন ফিতনার ভিরে
আ'মাল করার সুযোগ থাকবে না খুব বেশী।
আমি এমন অনেক ভাইকে দেখিছি, যিনি মুক্তিপ্রাপ্ত দল
ও চেনেন, আক্বিদাও ঠিক আছে, মানহাজ ও কিছু বুজেন।
তবুও তিনি বিভিন্ন দল, ফেরকার সাথে চলেন এই আশায়
যে, হক্ব সেখানেও থাকতে পারে। আবার যুক্তিও পেশ করে
তাদের বিভিন্ন ভাল কাজ ও কথা দিয়ে।
একটা সময় দেখা যায় তারা ঐসকল দলের মধ্যে ঢুকে গেছে
বা তাদের শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী তে রূপান্তরিত হয়ে গেছে।
অথচ প্রতিটি দলের মধ্যে কিছু ভালো, একনিষ্ঠ, কর্মঠ, উদ্যমী
লোক আছে, এবং ভাল কিছু কাজ, শ্লোগান, ও আছে।
যেমন বর্তমান সময়ের দুটি বাতিল ফিরকাহ ইসলামী সমাজ,
হিজবুত তাওহিদ তাদের ও কিছু ভাল কথা ও কাজ আছে।
যেমন আমরা মানব রচিত কোন আইন মানিনা, রাষ্ট্র যার
আইন চলবে তার। ইত্যাদি
আপনি এগুলো তাদের পোষ্টার লিপ্লেটের মধ্য দেখতে পাবেন।
অথচ এই শ্লোগান গুলো আমাদের মাশায়েখরাই উম্মাহর মধ্যে
জাগ্রত করেছে বহু বছর ধরে দাওয়াহ ও তালিমের মাধ্যমে।
যে শ্লোগান গনতন্ত্রের বিরুদ্ধে তারা জাগ্রত করেছে, ঠিক সে
শ্লোগান গুলো হিজবুত তাহরীর সহ এজাতীয় ভ্রান্ত দল গুলো ব্যবহার
করছে আমাদের বিরুদ্ধে।
আল্লাহ আমাদের সবাইকে হক্ব কে চিনে তার উপর অবিচল থাকার
তাওফিক দান করুন। আর বাতিল জাহান্নামী ফিরকাহ থেকে
আমাদেরকে দূরে রাখুন,
আর আল্লাহ আমাদের সকলকে কবুল করুন নাবী, সিদ্দিক, শূহাদা
সালেহীন দের সাথে।
অধমের জন্য দোয়া করতে ভুলবেন না! তিনি যেন এই অধমের
কলম ও কলব উভয়টা কে এসলাহ করে শাহাদাতের অমিয় সুধা পান
করার তৌফিক দান করেন।
Comment