পরকালের প্রস্তুতিঃ পর্ব ২
আল্লাহর ইবাদতে মশগুল থাকা
ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত অপেক্ষা করা
এটি অত্যন্ত ফযীলতপূর্ণ একটি সুন্নাত ৷
কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই এই সুন্নাত ছেড়ে দিয়েছেন ৷
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিয়ম ছিল
তিনি ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত আপন স্থানে বসে থাকতেন ৷
কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষই এই সুন্নাত ছেড়ে দিয়েছেন ৷
অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নিয়ম ছিল
তিনি ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়া পর্যন্ত আপন স্থানে বসে থাকতেন ৷
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন
من صلى الفجرفي جما عة ثم قعد يذ كر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت له كاجر حجة وعمرة قال: قال رسول الله: تامة تامة تامة
যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার পর সূর্য উদিত হওয়া পর্যন্ত বসে থেকে আল্লাহ তাআলার যিকির করে;অতঃপর দুই রাকাত নামাজ আদায় করে;তার জন্য একটি হজ ও উমরার সওয়াব রয়েছে ৷
বর্ণনাকারী বলেন,রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,تامة تامة تامة
অর্থাৎ পরিপূর্ণ,পরিপূর্ণ,পরিপূর্ণ (তাকে হজ্জ ও উমরার পূর্ণ সাওয়াব দেওয়া হবে ৷)
সুনানে তিরমিযীঃ৫৮৬,৭১০
Comment