সুরা নামলের ১৮ নং আয়াতে মহান রব্বে কারিম এক পিপীলিকার কথা উল্লেখ করেছেন।সে পিঁপড়া বলেছিল "হে পিঁপড়ার দল!তোমরা যার যার গর্তে আশ্রয় নেও। তা না হলে সোলাইমান (আ.)এর বাহিনীর নিচে পিষ্ট হতে পার তাদের অগোচরেই।
এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা হল একা একা বেঁচে ভাল থাকা যায় না।সবাইকে নিয়ে ভাল থাকতে হয়।
যখন কাশ্মীর সহ অন্যান্য মুসলিম ভূমি লকডাউন করেছিল তখন আমরা ভেবেছিলাম আমরা আমাদের মত ভাল আছি। আমরা স্বজাতির জন্য ঐ পিঁপড়ার মতো উদগ্রীব বা সচেতন হইনি।আমরা কুরআন থেকে শিক্ষা নিতে দেরি করে ফেলেছি।
আজ একই ধারার শাস্তি আমাদের সামনে।আমরা নিজেরাই লকডাউনে যেতে বাধ্য হচ্ছি।
এখান থেকে আমাদের জন্য অনেক বড় শিক্ষা হল একা একা বেঁচে ভাল থাকা যায় না।সবাইকে নিয়ে ভাল থাকতে হয়।
যখন কাশ্মীর সহ অন্যান্য মুসলিম ভূমি লকডাউন করেছিল তখন আমরা ভেবেছিলাম আমরা আমাদের মত ভাল আছি। আমরা স্বজাতির জন্য ঐ পিঁপড়ার মতো উদগ্রীব বা সচেতন হইনি।আমরা কুরআন থেকে শিক্ষা নিতে দেরি করে ফেলেছি।
আজ একই ধারার শাস্তি আমাদের সামনে।আমরা নিজেরাই লকডাউনে যেতে বাধ্য হচ্ছি।