সহি মুসলিম শরিফের হাদিসে আছে ৩০ জন দাজ্জাল প্রকাশ পাবে যাদের প্রত্যেকে নিজেকে মাসিহ বলে দাবি করবে। এদের মধ্যে একজন হল আ'রাজ বা ল্যাংড়া। ঈমাম মাহদি প্রকাশ পাবার ঠিক আগ মূহুর্তে সে পশ্চিম দিক থেকে বিশাল এক সৈন্যদলের নেতৃত্ব দিবে। সে কিন্দার অধিবাসী হবে। হাদিসটি আমি বেশ কিছুদিন আগে পড়েছিলাম। ইন্ডিয়ার খড়া, ফোরাত নদীর শুকিয়ে যাওয়া, ইথিওপিয়ার বাধ নিয়ে ভাবছিলাম। ঈমাম মাহদী আসার সময় নিকটবর্তী। সেই ক্ষেত্রে আ'রাজ প্রকাশ পাওয়া উচিৎ যে কোন মূহুর্তে। আমেরিকা তো পশ্চিমে। আমেরিকা থেকে আরবকে নতুন করে আক্রমণ করা অস্বাভাবিক নয়। কিন্দা বলতে কোন এলাকাকে বুঝানো হয়েছে জানা নাই। তবে কেনিয়া হল উবামার দেশ। কিন্দা যদি কেনিয়া হয়, এখন ল্যাংড়া হওয়াটা বাকি রইল। তাই সার্চ দিলাম উবামার পায়ে কোন সমস্যা আছে কিনা।
http://nymag.com/daily/intelligencer/2013/08/obama-leg-bumps-photo-bites.html
ছবি দেখে মনে হয় যেন উবামার পায়ে কোন বড় আঘাত হয়েছিল। তাহলে আঘাতের পরপর নিশ্চয়ই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটেছিল।
যদি উবামাই হাদিসে বর্ণিত আ'রাজ হয়ে থাকে তাহলে এই রমজান মাসের আগেই বা রমজান মাসেই আরবে আমরা আবারো মার্কিন হামলা দেখব। আর তাহলে ২-৩ বছরের মধ্যেই ঈমাম মাহদি আমাদের মাঝে থাকবেন।
আসল খবর একমাত্র আল্লাহ পাকই জানেন।
(collected & edited)
http://nymag.com/daily/intelligencer/2013/08/obama-leg-bumps-photo-bites.html
ছবি দেখে মনে হয় যেন উবামার পায়ে কোন বড় আঘাত হয়েছিল। তাহলে আঘাতের পরপর নিশ্চয়ই সে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেটেছিল।
যদি উবামাই হাদিসে বর্ণিত আ'রাজ হয়ে থাকে তাহলে এই রমজান মাসের আগেই বা রমজান মাসেই আরবে আমরা আবারো মার্কিন হামলা দেখব। আর তাহলে ২-৩ বছরের মধ্যেই ঈমাম মাহদি আমাদের মাঝে থাকবেন।
আসল খবর একমাত্র আল্লাহ পাকই জানেন।
(collected & edited)
Comment