“তুমিই সে যে গত বছর আমার পানি নোংরা করেছিলে!” ছাগলছানাটি উত্তর দিল, “না, সে আমি নই।” নেকড়েটি জোর দিয়ে বলল, “না, তুমিই সে!!” সুতরাং ছাগলছানাটি তাকে বলল, “আমি জন্মই নিয়েছি এই বছর!” নেকড়েটি বলল, তাহলে নিশ্চয়ই এটা তোমার মায়ের কাজ।” এই বলে নেকড়েটি ছাগলছানাটিকে খেয়ে ফেলল।
.
ঐ ছাগলছানাটিকে দুর্বল মা যখন তার ছানাটিকে নেকড়ের দাঁতের মাঝে ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখছিল, তখন সে কিই বা করতে পারতো? মাতৃত্বের প্রবল আবেগের তাড়নায় সে নেকড়েটাকে মাথা দিয়ে গুতো দিল। বলার অপেক্ষা রাখে না যে এতে নেকড়েটি বিন্দুমাত্র আক্রান্ত হয়নি অথচ নেকড়েটি চিৎকার করে উঠল, “দেখ! দেখ! সন্ত্রাসী!!”
.
এর ফলে গাছের সব তোতা পাখিগুলো নেকড়ের কথাগুলো পুনরাবৃত্তি করতে করতে নেকড়ের দলে যোগ দিল আর বলতে লাগল, “হ্যা, হ্যা, আমরা নেকড়ের ওপর ছাগলটির আক্রমণের নিন্দা জানাই।”
.
কোথায় ছিল এইসব তোতাপাখির দল, যখন নেকড়েটি নির্দোষ ছাগলছানাটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল?
.
ঐ ছাগলছানাটিকে দুর্বল মা যখন তার ছানাটিকে নেকড়ের দাঁতের মাঝে ছিন্ন বিচ্ছিন্ন হতে দেখছিল, তখন সে কিই বা করতে পারতো? মাতৃত্বের প্রবল আবেগের তাড়নায় সে নেকড়েটাকে মাথা দিয়ে গুতো দিল। বলার অপেক্ষা রাখে না যে এতে নেকড়েটি বিন্দুমাত্র আক্রান্ত হয়নি অথচ নেকড়েটি চিৎকার করে উঠল, “দেখ! দেখ! সন্ত্রাসী!!”
.
এর ফলে গাছের সব তোতা পাখিগুলো নেকড়ের কথাগুলো পুনরাবৃত্তি করতে করতে নেকড়ের দলে যোগ দিল আর বলতে লাগল, “হ্যা, হ্যা, আমরা নেকড়ের ওপর ছাগলটির আক্রমণের নিন্দা জানাই।”
.
কোথায় ছিল এইসব তোতাপাখির দল, যখন নেকড়েটি নির্দোষ ছাগলছানাটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল?
Comment