Announcement

Collapse
No announcement yet.

জঙ্গি হামলার শঙ্কায় ভারতে ‘রেড অ*্যালার্ট’

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • জঙ্গি হামলার শঙ্কায় ভারতে ‘রেড অ*্যালার্ট’

    ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুরো অক্টোবরজুড়ে দেশের সব রাজ*্যের আইন-শৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলেছে। আর রাজধানী দিল্লি এবং গুজরাট, মহারাষ্ট্র, পাঞ্জাব, রাজস্থান ও কাশ্মিরে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

    ‘পকিস্তান সমর্থিত’ জঙ্গি সংগঠনগুলোর সম্ভাব*্য ‘স্লিপার সেলের’ বিরুদ্ধে এসব রাজ*্যে বিশেষ অভিযান শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাকিস্তান কাশ্মির সীমান্তে ভারতীয় বাহিনীর অভিযানের ‘বদলা’ নেওয়ার পাশাপাশি চলতি মাসের মাঝামাঝি গোয়ায় অনুষ্ঠেয় ব্রিকস-বিমসটেক সম্মেলন ‘বানচালের জন*্য আতঙ্ক তৈরির চেষ্টা’ করতে পারে বলে গোয়েন্দারা আশঙ্কা করছেন।

    ভারতের ইন্টেলিজেন্স ব*্যুরোর একজন জ*্যেষ্ঠ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত হয়ে গেছে। পাকিস্তান কূটনৈতিকভাবে দক্ষিণ এশিয়ায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে তারা এমন বড় কোনো ঘটনা ঘটাতে চাইতে পারে, যাতে ব্রিকস-বিমসটেক সম্মেলনের দেশগুলো শঙ্কিত হয়ে পড়ে।”

    পরিস্থিতি যাতে আরও খারাপের দিকে না যায়, সেজন*্য পাকিস্তানের ওপর চাপ দিতে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছেন বলেও একটি সূত্রে জানা গেছে।

    একজন ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা জানান, সাইবার স্পেসে জঙ্গিদের চ*্যাটরুমগুলোতে সম্প্রতি তৎপরতা বেড়েছে। ভারতে অবস্থানরত সন্দেহভাজন একজন হামলার তারিখও জানতে চেয়েছে বলে তারা জানতে পেরেছেন।

    পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শারিফ ঠিক কী করতে চাইছেন, তাও বোঝার চেষ্টা করছে ভারত।

    ভারত-পাকিস্তান যুদ্ধে এক চাচা ও ভাইকে হারানো রাহিল তার ভারতবিরোধী বক্তব*্যের জন*্য বিভিন্ন সময়ে আলোচনায় এসেছেন।

    ভারতের সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল দীপক কাপুর বলেন, “পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে ঢুকে ভারত অভিযান চালানোর কারণে রাহিল শরিফের ভবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আগামী চার মাসের মধ*্যে তিনি অবসরে যাচ্ছেন। শেষ সময়ে তিনি বড় কিছু ঘটিয়ে যেতে চাইতে পারেন।”

    পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশ বা আফগানিস্তানের স্বার্থে আঘাত হানার মাধ*্যমে ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটানোর চেষ্টা করতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ এর সাবেক বিশেষ সচিব রানা ব*্যানার্জি।[http://bangla.bdnews24.com/neighbour...220888.bdnews]
    “মাছের জন্য যেমন পানি প্রয়োজন
    তেমনি মুজাহিদিনের জন্য জনগণের সমর্থন প্রয়োজন'

  • #2
    রেড এলারট কখন মুজাহিদদেরগন কে থামাতে পারেনি।পারবেওনা ইন।
    এর ভেতরেই তো দেখলাম উরি'র আক্রমণ।
    اننا الابطال
    من بلادالهند
    نحن انصارالاسلام

    Comment


    • #3
      রেড এলারট কখন মুজাহিদদেরগন কে থামাতে পারেনি।পারবেওনা ইন।
      এর ভেতরেই তো দেখলাম উরি'র আক্রমণ।
      اننا الابطال
      من بلادالهند
      نحن انصارالاسلام

      Comment

      Working...
      X