Announcement

Collapse
No announcement yet.

‘দাবিক’ হারাল আইএস

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ‘দাবিক’ হারাল আইএস

    বিদ্রোহী কমান্ডার ও একটি পর্যবেক্ষণ সংস্থা এ খবর নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি।

    যু্ক্তরাজ্য-ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর পক্ষ থেকে বলা হয়, “আইএস সদস্যরা সরে যাওয়ার পর বিদ্রোহীরা দাবিকের নিয়ন্ত্রণ নিয়েছে।”

    কৌশলগত দিক দিয়ে সিরিয়ার উত্তরাঞ্চলের ছোট্ট শহর দাবিক এর নিয়ন্ত্রণ আইএস-র জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আইএসের প্রচারণায় এ শহরটি খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা প্রচার করছিল যে, এ শহর থেকেই তারা পশ্চিমের সঙ্গে চূড়ান্ত লড়াই লড়বে। আইএস তাদের অনলাইন ম্যাগাজিনের নামও রাখে দাবিক শহরের নামানুসারে।

    বিদ্রোহী সুলতান মুরাদ গ্রুপের কমান্ডার আহমেদ ওসমান রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা দাবিকের পার্শ্ববর্তী সোরান গ্রামের দখলও নিয়েছেন।

    দাবিক থেকে সরে আইএস যোদ্ধারা দক্ষিণের আল-বাব শহরের দিকে যাচ্ছে বলে জানান বিদ্রোহী হামজা ব্রিগেডের কমান্ডার সাইফ আবু বাকর।

    তিনি বলেন, “প্রায় দুই হাজার বিদ্রোহী যোদ্ধা দাবিক অভিযানে অংশ নিয়েছে। এছাড়া তুরস্কের ট্যাঙ্ক ও কামান বাহিনী যুদ্ধে সহায়তা করেছে। পাশপাশি আন্তর্জাতিক জোটের বিমান থেকেও হামলা চালানো হয়েছে।”

    তুরস্ক সীমান্ত থেকে দাবিকের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার।

    তুরস্কে পরপর কয়েকটি আত্মঘাতী হামলার পর অগাস্টে সীমান্ত থেকে আইএস নিশ্চিহ্ন করার অঙ্গীকার করে দেশটির সরকার।
    “মাছের জন্য যেমন পানি প্রয়োজন
    তেমনি মুজাহিদিনের জন্য জনগণের সমর্থন প্রয়োজন'

  • #2
    আল্লাহ! যে সকল ভাই না বুঝে আইএসে যুক্ত হয়ে গেছে, তাদের আপনি সঠিক পথে ফিরে কিতাল করার তাওফীক দিন। এসব অবস্থা থেকে তারা যেন শিক্ষা নেয়।
    سبيلنا سبيلنا الجهاد الجهاد
    طريقنا طريقنا الجهاد الجهاد

    Comment

    Working...
    X