হযরত উমাইর বিন হানি(রা) বলেন, আমি আব্দুল্লাহ বিন উমর কে বলতে শুনেছি যে, একদা আমরা ব নবী কারীম (সা
এর দরবারে উপস্হিত ছিলাম। নবী(সা
মানুষদেরকে ফিতনা সম্পর্কে সতর্ক করতেছিলেন। ফিতনার বিস্তারিত বিশ্লেষন করতে করতে এক পর্যায়ে ফিতনায়ে আলাছ সম্পর্কে বলে। কেহ জিগ্যেস করল ফিতনায়ে আহলাছ কি? উত্তরে বলেন সেটা হচ্ছে মানুষের পালায়ন ও ঘর বাড়ি ও মাল সম্পদ লুট পাটের ফিতনা । এরপর হচ্ছে স্বচ্ছলতা ও বিলাসিতার ফিতনা এর বজ্রপাত এমন এক ব্যক্তির পদনিচ থেকে হবে যে মনে করবে সে আমার আহলে বায়াত।কিন্তু সে আমার অধিনস্ত না।আমার অধিনস্ত হল খোদাভীরুগন। এরপর মানুষের অযোগ্যকে প্রধান হিসাবে মেনে নিবে। এরপর হচ্ছে অন্ধকারের ফিতনা। তার থেকে কেহই বাচতে পারবে না। ঐ ফিতনার সময় মানুষ সকালে মুসলমান হবে বিকালে কাফের হবে।শেষপর্যন্ত মানুষ দুই দলে বিভক্ত হবে ( ১)মুমিনের দল যার মধ্যে বিন্দু মাত্র কপটতা থাকবে না। (২)মুনাফিকের দল যার মধ্যে বিন্দু মাত্র ইমান থাকবে না।যখন এই পরিস্থিতি হবে তখন তোমরা দাজ্জালের অপেক্ষা কর ঐ দিন বা তার পরের দিন। (মুসনাদে আহমদ)


Comment