بسم الله الرحمن الرحيم
হে আমার কলিজার টুকরা সন্তানসন্ততি! মন ভরে কোনো দিন তোমাদের সঙ্গ দিতে পারিনি। আমার শিক্ষা ও তারববিয়্যাত তোমাদের ভাগ্যে কমই জুটেছে। অধিকাংশ সময়ই আমি তোমাদের থেকে বহু দূরে থেকেছি, কিন্তু আমি ছিলাম নিরুপায়। তোমরা জান, মুসলমানদের ওপর বিপদের কালো মেঘ ছেয়ে আছে, যার গর্জনে দুগ্ধদানকারী মায়ের কোল থেকে তার দুগ্ধপোষ্য শিশু ভয়ে ছিটকে পড়ে যাচ্ছে। উম্মতের সংকটের এই ব্যাপকতা চিন্তা করলে কিশোর ললাটেও ভেসে উঠছে বার্ধক্যের বলীরেখা। মুরগির মতো তোমাদের নিয়ে আমি খাঁচায় বাস করিনি। মুসলমানদের অন্তর বেদনায় জ্বলবে আর আমি আরামে বিশ্রাম নেব, সংসারসুখ উপভোগ করব? দুর্দশায় মুসলমানদের হৃদয় বিদীর্ণ হবে, নির্যাতনে জ্ঞান বিলুপ্ত হবে, আর আমি ঘরে বসে থাকব? তা আমার পছন্দ নয়। কোনো দিন আমি কামনা করিনি বিলাসী জীবন, সুস্বাদু ভুনা গোশত এবং স্ত্রী সন্তান-সন্ততিদের নিয়ে সংসার, সুখ উপভোগ।
“মুসলিমদের কেউ পরাজিত করতে পারে না, আমরা পরাজিত হই আমাদের শত্রুদের কারণে নয়, বরং নিজেদের কারণে”- আব্দুল্লাহ আযযাম (রহঃ)
তাফসীরে সূরা তাওবা - ১ম খণ্ড (ডাউনলোড করুন)
তাফসীরে সূরা তাওবা - ২য় খণ্ড (ডাউনলোড করুন)
ওয়াসসালামু আলাইকুম।
Comment