হে ভাই! মনে কর তোমার পা কোন উঁচু জায়গার থেকে পিছলে গেছে,আর তুমি গভীর গর্তে পতিত হতে যাচ্ছ।তারপর তোমাকে একটি শক্ত রশি দেয়া হল।,এবং তুমি সেটা আঁকড়ে ধরলে।তোমার কাছে এখন এ শক্ত রশি ও অপর প্রান্তেএটার ধারন কারী ব্যাক্তির গুরুত্ব-যে তোমাকে উঠিয়ে আনতে সক্ষম- কেমন হবে!!
কোরআন হল আল্লাহ তায়ালার রশি।আমাদের এবং তাঁর মাঝে বন্ধন সৃষ্টির উপায়।এর মাধ্যমে তিনি আমাদেরকে ধবংসের অতল গহবরে পতিত হওয়া থেকে রক্ষা করেন।কোরআনের কোথায় এ কথাটা আমরা পাব?আল্লাহ তায়ালা বলেন,واعتصموا بحبل الله جميعا ولا تتفرقواঅর্থাৎ তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত ভাবে আকড়ে ধর,এবং কখোনো বিচ্ছিন্ন হয়োনা ।আমারা আয়াতের “হাবলিল্লাহ”(আল্লাহর রশি)অংশটা দেখি।ইবনুল আরাবী আহকামুল কোরআনে বলেন,এটা স্পষ্ট যে ,হাবলুল্লাহ হল কিতাবুল্লাহ।
এ কথাকে সমর্থন করে ইমাম মুসলিম রহিঃকতৃক বর্ণিত একটি হাদীস । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,আমি তোমাদের মাঝে দুইটি ভারি জিনিস রেখে যাচ্ছি,একটি হল আল্লাহ তায়ালার কিতাব,যা হল হাবলুল্লাহ।
ভাইয়েরা!এই কোরআন হল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করার উপায়।রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছহীহ হাদিসে বর্ণিত হয়েছে,তিনি বলেন,তোমরা সুসংবাদ গ্রহন কর! তোমরা সুসংবাদ গ্রহন কর!তোমরা কি এ কথার সাক্ষ দেওনা, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই,এবং আমি আল্লাহর রাসূল?ছাহাবারা বললেন হ্যা অবশ্যই। (তখন তিনি বললেন)তাহলে জেনে রাখ যে, এই কোরআন হল্ আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক করার মাধ্যম/রশি।যার এক প্রান্ত হচ্ছে আল্লাহর হাতে, আর অপর প্রান্ত তোমাদের হাতে।সুতরাং তোমরা একে আঁকড়ে ধর ,তাহলে আর কখনোই পথভ্রষ্ট হবেনা।(আলবানী মুসলিমের শর্তে একে ছহীহ বলেছেন)
সুতরাং কোরআন হল আল্লাহ তায়ালার মজবুত রশি,যার এক প্রান্ত হল আল্লাহরে হাতে,।যার ধারনকারী হলেন সর্বশক্তিমান আল্লাহ তায়ালা।সুতরাং এ রশির অপর প্রান্ত বাকি রয়েছে আমরা আমাদের হাত ও দাঁত দিয়ে আঁকড়ে থাকার জন্য ।এবং আমাদের উচিত হল একে সর্বশক্তি দিয়ে আঁকড়ে থাকা ,যাতে আমরা ধবংসের গহবরে পতিত না হয়ে যাই।এই কোরআন আকড়ে ধরার পরিমান অনুযায়ী আমরা মুক্তির নিকটবর্তি হব।আর কোরআন থেকে আমরা যতই দূরে থাকব,আমাদের জাহান্নামে পতিত হওয়ার আশংকা ততই নিকটে হবে।তখন রশি বা রশির অপর প্রান্ত ধারনকারী সত্ত্বাকে দোষ দিয়ে কোনই লাভ নেই,বরং সব দোষ /আক্ষেপ হবে আমাদের উপর।সুতরাং واعتصموا بحبل الله তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত ভাবে আঁকড়ে ধর।
একই একম বিষয় আল্লাহ তায়ালা সূরা যুখরুফের এক আয়েতে বলেন,فاستمسك بالذي اوحي اليك انك علي صراط مستقيم।আপনার প্রতি প্রেরিত ওহীকে আঁকড়ে ধরুন,নিশ্চই আপনি সঠিক পথে আছেন।অর্থাৎ হাত ও দাঁত দিয়ে আঁকড়ে ধরুন,এবং পুরো শরীর দিয়ে তার প্রতি নিবিষ্ট হোন।
আজকের দারস থেকে আমাদের শিক্ষনীয় বিষয় হচ্ছে,কোরআন হল আল্লাহ তায়ালার রশি,যখনই তুমি এ|টা আঁকড়ে ধরবে,তুমি মুক্তি পেয়ে যাবে।
ডঃ ইয়াদ কুনাইবি।
কোরআন হল আল্লাহ তায়ালার রশি।আমাদের এবং তাঁর মাঝে বন্ধন সৃষ্টির উপায়।এর মাধ্যমে তিনি আমাদেরকে ধবংসের অতল গহবরে পতিত হওয়া থেকে রক্ষা করেন।কোরআনের কোথায় এ কথাটা আমরা পাব?আল্লাহ তায়ালা বলেন,واعتصموا بحبل الله جميعا ولا تتفرقواঅর্থাৎ তোমরা সকলে আল্লাহর রজ্জুকে শক্ত ভাবে আকড়ে ধর,এবং কখোনো বিচ্ছিন্ন হয়োনা ।আমারা আয়াতের “হাবলিল্লাহ”(আল্লাহর রশি)অংশটা দেখি।ইবনুল আরাবী আহকামুল কোরআনে বলেন,এটা স্পষ্ট যে ,হাবলুল্লাহ হল কিতাবুল্লাহ।
এ কথাকে সমর্থন করে ইমাম মুসলিম রহিঃকতৃক বর্ণিত একটি হাদীস । রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,আমি তোমাদের মাঝে দুইটি ভারি জিনিস রেখে যাচ্ছি,একটি হল আল্লাহ তায়ালার কিতাব,যা হল হাবলুল্লাহ।
ভাইয়েরা!এই কোরআন হল আল্লাহর সাথে আমাদের সম্পর্ক সৃষ্টি করার উপায়।রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছহীহ হাদিসে বর্ণিত হয়েছে,তিনি বলেন,তোমরা সুসংবাদ গ্রহন কর! তোমরা সুসংবাদ গ্রহন কর!তোমরা কি এ কথার সাক্ষ দেওনা, যে আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই,এবং আমি আল্লাহর রাসূল?ছাহাবারা বললেন হ্যা অবশ্যই। (তখন তিনি বললেন)তাহলে জেনে রাখ যে, এই কোরআন হল্ আল্লাহ তায়ালার সাথে সম্পর্ক করার মাধ্যম/রশি।যার এক প্রান্ত হচ্ছে আল্লাহর হাতে, আর অপর প্রান্ত তোমাদের হাতে।সুতরাং তোমরা একে আঁকড়ে ধর ,তাহলে আর কখনোই পথভ্রষ্ট হবেনা।(আলবানী মুসলিমের শর্তে একে ছহীহ বলেছেন)
সুতরাং কোরআন হল আল্লাহ তায়ালার মজবুত রশি,যার এক প্রান্ত হল আল্লাহরে হাতে,।যার ধারনকারী হলেন সর্বশক্তিমান আল্লাহ তায়ালা।সুতরাং এ রশির অপর প্রান্ত বাকি রয়েছে আমরা আমাদের হাত ও দাঁত দিয়ে আঁকড়ে থাকার জন্য ।এবং আমাদের উচিত হল একে সর্বশক্তি দিয়ে আঁকড়ে থাকা ,যাতে আমরা ধবংসের গহবরে পতিত না হয়ে যাই।এই কোরআন আকড়ে ধরার পরিমান অনুযায়ী আমরা মুক্তির নিকটবর্তি হব।আর কোরআন থেকে আমরা যতই দূরে থাকব,আমাদের জাহান্নামে পতিত হওয়ার আশংকা ততই নিকটে হবে।তখন রশি বা রশির অপর প্রান্ত ধারনকারী সত্ত্বাকে দোষ দিয়ে কোনই লাভ নেই,বরং সব দোষ /আক্ষেপ হবে আমাদের উপর।সুতরাং واعتصموا بحبل الله তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত ভাবে আঁকড়ে ধর।
একই একম বিষয় আল্লাহ তায়ালা সূরা যুখরুফের এক আয়েতে বলেন,فاستمسك بالذي اوحي اليك انك علي صراط مستقيم।আপনার প্রতি প্রেরিত ওহীকে আঁকড়ে ধরুন,নিশ্চই আপনি সঠিক পথে আছেন।অর্থাৎ হাত ও দাঁত দিয়ে আঁকড়ে ধরুন,এবং পুরো শরীর দিয়ে তার প্রতি নিবিষ্ট হোন।
আজকের দারস থেকে আমাদের শিক্ষনীয় বিষয় হচ্ছে,কোরআন হল আল্লাহ তায়ালার রশি,যখনই তুমি এ|টা আঁকড়ে ধরবে,তুমি মুক্তি পেয়ে যাবে।
ডঃ ইয়াদ কুনাইবি।
Comment