Announcement

Collapse
No announcement yet.

ভূমিকম্প।। পাপ কাজ ছেড়ে দিন, সতর্কবার্তা

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ভূমিকম্প।। পাপ কাজ ছেড়ে দিন, সতর্কবার্তা

    আগামী জুমায় উম্মাহকে সতর্কবার্তা শুনিয়ে দেন।

    পাপকাজ ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

    যেকোন মুহূর্তে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প হলে রাজধানী ঢাকাসহ দেশের কয়েকটি বড় শহরে ১ কোটিরও বেশি মানুষের প্রাণহানি এবং ভয়াবহ ধ্বংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হ’তে পারে বলে বিশেষজ্ঞ মহলের ধারণা।
    আল্লাহু হাফিজুন।

    মহান আল্লাহর ঘোষণা স্পষ্ট,
    وَ لَنُذِیۡقَنَّہُمۡ مِّنَ الۡعَذَابِ الۡاَدۡنٰی دُوۡنَ الۡعَذَابِ الۡاَکۡبَرِ لَعَلَّہُمۡ یَرۡجِعُوۡنَ
    আর অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের পূর্বে লঘু আযাব আস্বাদন করাব, যাতে তারা ফিরে আসে।
    আস সাজদা-২১
    (২১ পারা)

    এক.
    ভুমিকম্প কেয়ামতের আলামত,

    عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم
    ‏ "‏ لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ،
    وَتَكْثُرَ الزَّلاَزِلُ،
    وَيَتَقَارَبَ الزَّمَانُ،
    وَتَظْهَرَ الْفِتَنُ،
    وَيَكْثُرَ الْهَرْجُ ـ وَهْوَ الْقَتْلُ الْقَتْلُ
    ـ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ ‏"‏‏
    আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ক্বিয়ামাত কায়িম হবে না, যে পর্যন্ত না
    ইল্‌ম উঠিয়ে নেয়া হবে,
    অধিক পরিমাণে ভূমিকম্প হবে,
    সময় সংকুচিত হয়ে আসবে,
    ফিত্‌না প্রকাশ পাবে এবং
    হারজ বৃদ্ধি পাবে। হারজ খুন-খারাবী।
    তোমাদের ধন-সম্পদ এত বৃদ্ধি পাবে যে, উপচে পড়বে।
    সহিহ বুখারী, হাদিস নং ১০৩৬

    দুই,
    পাপকাজ বেড়ে যাওয়া ভুমিকম্পের কারণ।

    عَنْ أَبِي مَالِكٍ الأَشْعَرِيِّ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ ‏ "‏ لَيَشْرَبَنَّ نَاسٌ مِنْ أُمَّتِي الْخَمْرَ يُسَمُّونَهَا بِغَيْرِ اسْمِهَا يُعْزَفُ عَلَى رُءُوسِهِمْ بِالْمَعَازِفِ وَالْمُغَنِّيَاتِ يَخْسِفُ اللَّهُ بِهِمُ الأَرْضَ وَيَجْعَلُ مِنْهُمُ الْقِرَدَةَ وَالْخَنَازِيرَ ‏
    আবু মালিক আল-আশআরী (রাঃ) থেকে বর্ণিতঃ:

    তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমার উম্মাতের কতক লোক মদের ভিন্নতর নামকরণ করে তা পান করবে। (তাদের পাপাসক্ত অবস্থায়) তাদের সামনে বাদ্যবাজনা চলবে এবং গায়িকা নারীরা গীত পরিবেশন করবে। আল্লাহ তাআলা এদেরকে মাটির নিচে ধ্বসিয়ে দিবেন এবং তাদের কতককে বানর ও শুকরে রুপান্তরিত করবেন।
    সুনানে ইবনে মাজাহ, হাদিস নং ৪০২০

    তিন.
    পনেরটি অপরাধের কারণে ভুমিকম্প আসবে, সবগুলোই আমাদের মাঝে বিরাজমান।
    তাই পাপ থেকে ফিরে আসা সময়ের দাবি।

    عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏
    আবূ হুরাইরা (রাঃ) থেকে বর্ণিতঃ:
    তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:


    إِذَا اتُّخِذَ الْفَىْءُ دُوَلاً
    যখন গানীমাতের (যুদ্বলব্দ) মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে,

    وَالأَمَانَةُ مَغْنَمًا
    আমানতের মাল লুটের মালে পরিণত হবে,

    وَالزَّكَاةُ مَغْرَمًا
    যাকাতকে জরিমানা মনে করা হবে,

    وَتُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ
    ধর্ম বিবর্জিত শিক্ষার প্রচলন হবে,

    وَأَطَاعَ الرَّجُلُ امْرَأَتَهُ
    পুরুষ স্ত্রীর অনুগত হয়ে যাবে

    وَعَقَّ أُمَّهُ
    কিন্তু নিজ মায়ের অবাধ্য হবে,

    وَأَدْنَى صَدِيقَهُ
    বন্ধু-বান্ধবকে কাছে টেনে নিবে,

    وَأَقْصَى أَبَاهُ
    কিন্তু পিতাকে দূরে ঠেলে দিবে,

    وَظَهَرَتِ الأَصْوَاتُ فِي الْمَسَاجِدِ
    মসজিদে কলরব ও হট্টগোল করবে,

    وَسَادَ الْقَبِيلَةَ فَاسِقُهُمْ
    পাপাচারীরা গোত্রের নেতা হবে,

    وَكَانَ زَعِيمُ الْقَوْمِ أَرْذَلَهُمْ
    নিকৃষ্ট লোক সমাজের কর্ণধার হবে,

    وَأُكْرِمَ الرَّجُلُ مَخَافَةَ شَرِّهِ
    কোন মানুষের অনিষ্ট হতে বাঁচার জন্য তাকে সম্মান দেখানো হবে,

    وَظَهَرَتِ الْقَيْنَاتُ وَالْمَعَازِفُ
    গায়িকা-নর্তকী ও
    বাদ্য যন্ত্রের বিস্তার ঘটবে,

    وَشُرِبَتِ الْخُمُورُ
    মদ পান করা হবে,

    وَلَعَنَ آخِرُ هَذِهِ الأُمَّةِ أَوَّلَهَا
    এই উম্মাতের শেষ যামানার লোকেরা তাদের পূর্ববতী মনীষীদের অভিসম্পাত করবে,

    فَلْيَرْتَقِبُوا عِنْدَ ذَلِكَ رِيحًا حَمْرَاءَ وَزَلْزَلَةً وَخَسْفًا وَمَسْخًا وَقَذْفًا وَآيَاتٍ تَتَابَعُ كَنِظَامٍ بَالٍ قُطِعَ سِلْكُهُ فَتَتَابَعَ ‏"‏

    তখন তোমরা অগ্নিবায়ু,
    ভূমিধস,
    ভূমিকম্প,
    চেহারা বিকৃতি ও
    পাথর বর্ষণরূপ শাস্তির
    এবং আরো আলামতের অপেক্ষা করবে যা একের পর এক নিপতিত হতে থাকবে, যেমন পুরানো পুঁতিরমালা ছিড়ে গেলে একের পর এক তার পুঁতি ঝরে পড়তে থাকে।
    জামে' আত-তিরমিজি, হাদিস নং ২২১১

    فالله خير حافظا وهو أرحم الراحمين
    সংগৃহীত
    সর্বোত্তম আমল হলো
    আল্লাহর প্রতি ঈমান আনা এবং মহান মহীয়ান
    আল্লাহর পথে জিহাদ করা।নাসায়ী,শরীফ

  • #2
    ঢাকায় কি পরিমানে গুনাহ হয় । এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহযে আমাদেরকে শাস্তি দেয়না এটাই তো বেশি।
    পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

    Comment

    Working...
    X