বিসমিল্লাহির রাহমানির রাহীম। আসসালামু আলাইকুম। দাওয়াহ ইলাল্লাহ ফোরামে আপনাকে স্বাগতম।
আপনার আসল ইমেইল এড্রেস দিয়ে এখানে আইডি খুলবেন না। আগে আসল ইমেইল আইডী দিয়ে থাকলে সেটাও পরিবর্তন করুন।
পাসওয়ার্ড ও ইমেইল এড্রেস পরিবর্তনের জন্য Settings - Edit Email and Password এ ক্লিক করুন।
আমাদের বর্তমান আইপি এড্রেসঃ https://82.221.139.185
***
বাংলা না দেখা গেলে, এখানে ক্লিক করুন
*****
ফোরামে সদস্য হতে চাইলে এখানে রেজিষ্টার করুন
*****
ফোরামের অনিওন এড্রেসঃ dawah4m4pnoir4ah.onion
*****
ইতিহাস সাক্ষী : জারজ সন্তান ব্যতীত কেউ আলেমদেরকে গালি দিবে তো দূরের কথা, বেয়াদবিও করতে পারে না একদিন ইমাম আবু-হানিফা রহ. সহ কয়েকজন ফিকাহবীদ মাঠে বসে ফিকহী আলোচনা করছিলেন। আর মাঠের পাশে কিছু ছেলে খেলা-ধুলা করছিল। খেলতে খেলতে ঘটনাক্রমে খেলার বলটি ইমাম আবু হানিফা রহ.-দের মধ্যখানে এসে পড়ল। ছেলেগুলো ভয়ে সবাই ভীতসন্ত্রস্ত হয়ে গেল। বলটি কে আনবে? কীভাবে আনবে? উনারা কী বলবে!! এই ভেবে কাচুমাচু করছিল বাচ্ছাগুলো। হঠাৎ একটি ছেলে লুঙ্গী উল্টিয়ে অহংকার ও উদ্যত ভাব প্রদর্শন করে বলটি নিয়ে আসলো। বিষয়টি অবলোকন করে ইমাম আবু হানিফা রহ. বললেন, এই ছেলেটি জারজ। এবং তিনি কথাটি জোর দিয়েই বললেন। তোমরা খোঁজ নিয়ে দেখ, আমি যা বলছি তা শতভাগ সত্য। উপস্থিত সকল সাথীরা ইমাম আবু হানিফা রহ.-এর এমন মন্তব্য শোনে আশ্চর্য হলেন! খোঁজ নেয়া হলো। দেখা গেল, সত্যি সত্যিই ছেলেটি জারজ। এবার সাথীরা প্রশ্ন করলেন। হুযুর আপনি যা বলেছেন, তা সত্য। কিন্তু এত জোর দিয়ে বিষয়টি বললেন কীভাবে? তখন আবু হানিফা রহ. বললেন: জারজ সন্তান ছাড়া ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে বেয়াদবী করবে তো দূরের কথা, সাহসও করতে পারে না । তার ব্যবহার দেখেই আমি নিশ্চিত হলাম যে, সে জারজ।
{(ইসলাহী খুতুবাত : মুফতী তাকী উসমানী) অনলাইন থেকে সংগৃহীত।}
مُتَسَوِّمٌ আসলে সেই ব্যক্তিকে বলা হয়, যিনি বাহ্যিক লক্ষনাদি ও আলামত দেখেই স্বীয় অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতা দ্বারা কোন গোপন বিষয়ের সন্ধান লাভ করতে পারেন।
ইমাম আবু-হানিফা রহ. ছেলেটির বাহ্যিক লক্ষনাদি ও আলামত দেখেই স্বীয় অন্তর্দৃষ্টি ও বিচক্ষণতা দ্বারা ছেলেটির জারজ হওয়ার মত গোপন বিষয়টির সন্ধান লাভ করতে পেরেছিলেন।
এমন ঘটনাবলী ইতিহাসের সবখানেই রয়েছে।
হে পরাক্রমশালী শক্তিধর! কৃপণতা আর কাপুরুষতা থেকে আশ্রয় চাই সর্বক্ষণ।
Comment