নরেন্দ্র মোদী যে সময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল, সে সময় এক কথিত শান্তিকামী মৌলবির সাথে তার ডিবেট হয়েছিল; যা টেলিভিশনেও সম্প্রচারিত হয়েছিল। সেই ডিবেটে নরেন্দ্র মোদীর ভাষ্য ছিল :
'ইসলাম গোটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করে : দারুল ইসলাম ও দারুল হারব। যেখানে ইসলামের শাসন জারি থাকে ও ইসলামি শরিয়াহ প্রতিষ্ঠিত থাকে, তা দারুল ইসলাম। এ ছাড়া গোটা পৃথিবী দারুল হারব। আর হারব মানে হচ্ছে জঙ্গ (অর্থাৎ যুদ্ধ)।'
তার সেই ডিবেট শুনলে যে-কেউ অবাক হয়ে ভাববে, একজন হিন্দুত্ববাদী নেতার কাছে ভূখণ্ডের বিভাজনের মাসআলা কতটা ক্লিয়ার; যেখানে অধিকাংশ সুবিধাবাদী ও কথিত শান্তিকামী মুসলিমের কাছেই এই মাসআলা ক্লিয়ার নয়। বস্তুত আমরা নিজেদের সুবিধা অর্জনের নিয়তে মাসআলা তাহকিক করি বিধায় অনেক ধরনের অস্পষ্টতা ও স্ববিরোধিতার সৃষ্টি হয়। অপরদিকে তারা বিশুদ্ধ ও নির্ভরযোগ্য সোর্সগুলোর বক্তব্যকেই চূড়ান্ত ধরে ইসলাম নিয়ে গবেষণা ও পর্যালোচনা করে। যার কারণে কখনোসখনো আমাদের চাইতে তাদের মুখ থেকেই স্পষ্ট ও বিশুদ্ধ বার্তা বেশি শোনা যায়।
তাছাড়া উপরিউক্ত ডিবেট থেকে আরও প্রতীয়মান হয় যে, বেচারা মোদী এ বিষয়টাও জানে, ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী ও প্রতিষ্ঠিত থাকার জন্য; পরাজিত ও অপ্রতিষ্ঠিত থাকার জন্য নয়।
কালেক্ট ::
'ইসলাম গোটা পৃথিবীকে দুই ভাগে ভাগ করে : দারুল ইসলাম ও দারুল হারব। যেখানে ইসলামের শাসন জারি থাকে ও ইসলামি শরিয়াহ প্রতিষ্ঠিত থাকে, তা দারুল ইসলাম। এ ছাড়া গোটা পৃথিবী দারুল হারব। আর হারব মানে হচ্ছে জঙ্গ (অর্থাৎ যুদ্ধ)।'
তার সেই ডিবেট শুনলে যে-কেউ অবাক হয়ে ভাববে, একজন হিন্দুত্ববাদী নেতার কাছে ভূখণ্ডের বিভাজনের মাসআলা কতটা ক্লিয়ার; যেখানে অধিকাংশ সুবিধাবাদী ও কথিত শান্তিকামী মুসলিমের কাছেই এই মাসআলা ক্লিয়ার নয়। বস্তুত আমরা নিজেদের সুবিধা অর্জনের নিয়তে মাসআলা তাহকিক করি বিধায় অনেক ধরনের অস্পষ্টতা ও স্ববিরোধিতার সৃষ্টি হয়। অপরদিকে তারা বিশুদ্ধ ও নির্ভরযোগ্য সোর্সগুলোর বক্তব্যকেই চূড়ান্ত ধরে ইসলাম নিয়ে গবেষণা ও পর্যালোচনা করে। যার কারণে কখনোসখনো আমাদের চাইতে তাদের মুখ থেকেই স্পষ্ট ও বিশুদ্ধ বার্তা বেশি শোনা যায়।
তাছাড়া উপরিউক্ত ডিবেট থেকে আরও প্রতীয়মান হয় যে, বেচারা মোদী এ বিষয়টাও জানে, ইসলাম দুনিয়াতে এসেছে বিজয়ী ও প্রতিষ্ঠিত থাকার জন্য; পরাজিত ও অপ্রতিষ্ঠিত থাকার জন্য নয়।
কালেক্ট ::
Comment