প্রশ্ন :- আপনি কি মুমিনদের অন্তর্ভুক্ত হতে চান? (2)
উত্তর :- হ্যাঁ! আমি মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই।
তাহলে লাগব হতে বাঁচুন।
আল্লাহ তা'আলা বলেন
৬)
আল ক্বাসাস, আয়াতঃ ৫৫
وَاِذَا سَمِعُوا اللَّغۡوَ اَعۡرَضُوۡا عَنۡہُ وَقَالُوۡا لَنَاۤ اَعۡمَالُنَا وَلَکُمۡ اَعۡمَالُکُمۡ ۫ سَلٰمٌ عَلَیۡکُمۡ ۫ لَا نَبۡتَغِی الۡجٰہِلِیۡنَ
অর্থঃ
মুফতী তাকী উসমানী
তারা যখন কোন বেহুদা কথা শোনে, তা এড়িয়ে যায় এবং বলে, আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদেরকে সালাম। ৩৮ আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না।
মাওলানা মুহিউদ্দিন খান
তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না।
ইসলামিক ফাউন্ডেশন
এরা যখন অসার বাক্য শোনে তখন এরা তা উপেক্ষা করে চলে এবং বলে, ‘আমাদের কাজের ফল আমাদের জন্যে এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্যে ; তোমাদের প্রতি ‘সালাম’। আমরা অজ্ঞদের সঙ্গ চাহি না।’
---------------------
তাফসীর (মুফতী তাকী উসমানী) (Bangla)
৩৮. অর্থাৎ, আমরা তোমাদের সাথে তর্ক-বিতর্কে জড়াতে চাই না। দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ইসলাম গ্রহণের তাওফীক দেন এবং সেই সুবাদে তোমরা নিরাপত্তা লাভ কর।
৭)
وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَا تَسۡمَعُوۡا لِہٰذَا الۡقُرۡاٰنِ وَالۡغَوۡا فِیۡہِ لَعَلَّکُمۡ تَغۡلِبُوۡنَ
মুফতী তাকী উসমানী
এবং কাফেরগণ (একে অন্যকে) বলে, এই কুরআন শুনো না এবং এর (পাঠের) মাঝে হট্টগোল কর, যাতে তোমরা জয়ী থাক।
মাওলানা মুহিউদ্দিন খান
আর কাফেররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হঞ্জগোল সৃষ্টি কর, যাতে তোমরা জয়ী হও।
ইসলামিক ফাউন্ডেশন
কাফিররা বলে, ‘তোমরা এই কুরআন শোন না এবং তা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি কর যাতে তোমরা জয়ী হতে পার।’
শানে নুজুলঃ
হযরত আবদুল্লাহ বিন মাসউদ হতে বর্ণিত আছে তিনি বলেন, “আমি একবার কা’বা গৃহের পর্দার অন্তরালে গোপনে ছিলাম, তখন ছকীফ গোত্রের আবদে এয়ালীল ও বরীয়াহ্ এবং কোরাইশ গোত্রের ছফওয়ান এ তিনজন আসল আর চুপে চুপে কথা বলতে লাগল, তখন তাদের একজন বলল, কি আল্লাহপাক আমাদের এ কথাসমূহও শুনছেন? দ্বিতীয় একজন বলল; না তিনি উচ্চঃস্বরে বললেই শুনবেন। তৃতীয় জন বলল যদি কিছু শুনেন, তবে সবই শুনেন। হযরত ইবনে মাসউদ বলেন, আমি এ ঘটনাটি হুযুরﷺ-এর দরবারে বর্ণনা করলাম, তখন এ আয়াতটি নাযিল হয়।
—হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত) - ২৬
৮)
لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا کِذّٰبًا ۚ
মুফতী তাকী উসমানী
সেখানে তারা কোন অহেতুক কথা শুনবে না এবং কোন মিথ্যা কথাও না।
মাওলানা মুহিউদ্দিন খান
তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
ইসলামিক ফাউন্ডেশন
সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য;
—আন্ নাবা - ৩৫
৯)
لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا تَاۡثِیۡمًا ۙ
মুফতী তাকী উসমানী
তারা সে জান্নাতে শুনবে না কোন অহেতুক কথা এবং না কোন পাপের কথা।
মাওলানা মুহিউদ্দিন খান
তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
ইসলামিক ফাউন্ডেশন
সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য,
প্রশ্ন :- যদি লাগব না হয় তাহলে কি হবে?
উত্তর :-
কি হবে
এ ব্যাপারে
আল্লাহ তাআলা বলেন
—আল ওয়াক্বিয়াহ্ - ২৫
اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا
মুফতী তাকী উসমানী
তবে সেখানে হবে কেবল শান্তিপূর্ণ কথা, কেবলই শান্তিপূর্ণ কথা।
মাওলানা মুহিউদ্দিন খান
কিন্তু শুনবে সালাম আর সালাম।
ইসলামিক ফাউন্ডেশন
‘সালাম’ আর ‘সালাম’ বাণী ব্যতীত।
—আল ওয়াক্বিয়াহ্ - ২৬
প্রশ্ন :- লাগব থেকে বাঁচলে কি হবে?
উত্তর :- লাগব থেকে বাঁচলে মুমিনদের গুণাবলি হতে একটি গুণ আপনার অর্জন হবে।
প্রশ্ন:- মুমিনদের গুণাবলি অর্জন করলে ফায়দা কি?
উত্তর :- আল্লাহ তাআলা মুমিনদের সফলতার গ্যারান্টি দিয়েছেন -
আল্লাহ তাআলা বলেন
আল মু'মিনূন, আয়াতঃ ১
قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ
অর্থঃ
মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ
মাওলানা মুহিউদ্দিন খান
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
ইসলামিক ফাউন্ডেশন
অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনগণ,
---------------------
শানে নুজুলঃ আলোচ্য ‘সূরা মু’মিনুন’ এর প্রথমে মু’মিনের যে সাতটি গুণের কথা উল্লেখ করা হয়েছে, তা হল- (১) বিনয়, নম্রতা ও একাগ্রতার সাথে নামায আদায় করা (২) বেহুদা বিষয়াদি থেকে বিরত থাকা (৩)যাকাত আদায় করা । (৪)যৌনাঙ্গকে হেফাযত করা । (৫) আমানত প্রত্যার্পণ করা । এতে এমন প্রত্যেকটি বিষয় অন্তর্ভুক্ত, যার দায়িত্ব কোন ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোন ব্যক্তির উপর আস্থা স্থাপন করা হয় । (৬) অঙ্গীকার পূর্ণ করা । এখানে অঙ্গীকার দ্বারা দ্বিপাক্ষিক চুক্তি ও এক তরফা প্রতিশ্রুতি দুটিকেই বুঝানো হয়েছে । (৭) নামাযে যত্নবান হওয়া । উল্লেখিত গুণে গুণান্বিত লোকদেরকে এ আয়াতে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বলা হয়েছে । (মাঃ কোঃ)
---------------------
উত্তর :- হ্যাঁ! আমি মুমিনদের অন্তর্ভুক্ত হতে চাই।
তাহলে লাগব হতে বাঁচুন।
আল্লাহ তা'আলা বলেন
৬)
আল ক্বাসাস, আয়াতঃ ৫৫
وَاِذَا سَمِعُوا اللَّغۡوَ اَعۡرَضُوۡا عَنۡہُ وَقَالُوۡا لَنَاۤ اَعۡمَالُنَا وَلَکُمۡ اَعۡمَالُکُمۡ ۫ سَلٰمٌ عَلَیۡکُمۡ ۫ لَا نَبۡتَغِی الۡجٰہِلِیۡنَ
অর্থঃ
মুফতী তাকী উসমানী
তারা যখন কোন বেহুদা কথা শোনে, তা এড়িয়ে যায় এবং বলে, আমাদের জন্য আমাদের কর্ম এবং তোমাদের জন্য তোমাদের কর্ম। তোমাদেরকে সালাম। ৩৮ আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না।
মাওলানা মুহিউদ্দিন খান
তারা যখন অবাঞ্চিত বাজে কথাবার্তা শ্রবণ করে, তখন তা থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, আমাদের জন্যে আমাদের কাজ এবং তোমাদের জন্যে তোমাদের কাজ। তোমাদের প্রতি সালাম। আমরা অজ্ঞদের সাথে জড়িত হতে চাই না।
ইসলামিক ফাউন্ডেশন
এরা যখন অসার বাক্য শোনে তখন এরা তা উপেক্ষা করে চলে এবং বলে, ‘আমাদের কাজের ফল আমাদের জন্যে এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্যে ; তোমাদের প্রতি ‘সালাম’। আমরা অজ্ঞদের সঙ্গ চাহি না।’
---------------------
তাফসীর (মুফতী তাকী উসমানী) (Bangla)
৩৮. অর্থাৎ, আমরা তোমাদের সাথে তর্ক-বিতর্কে জড়াতে চাই না। দোয়া করি, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে ইসলাম গ্রহণের তাওফীক দেন এবং সেই সুবাদে তোমরা নিরাপত্তা লাভ কর।
৭)
وَقَالَ الَّذِیۡنَ کَفَرُوۡا لَا تَسۡمَعُوۡا لِہٰذَا الۡقُرۡاٰنِ وَالۡغَوۡا فِیۡہِ لَعَلَّکُمۡ تَغۡلِبُوۡنَ
মুফতী তাকী উসমানী
এবং কাফেরগণ (একে অন্যকে) বলে, এই কুরআন শুনো না এবং এর (পাঠের) মাঝে হট্টগোল কর, যাতে তোমরা জয়ী থাক।
মাওলানা মুহিউদ্দিন খান
আর কাফেররা বলে, তোমরা এ কোরআন শ্রবণ করো না এবং এর আবৃত্তিতে হঞ্জগোল সৃষ্টি কর, যাতে তোমরা জয়ী হও।
ইসলামিক ফাউন্ডেশন
কাফিররা বলে, ‘তোমরা এই কুরআন শোন না এবং তা আবৃত্তিকালে শোরগোল সৃষ্টি কর যাতে তোমরা জয়ী হতে পার।’
শানে নুজুলঃ
হযরত আবদুল্লাহ বিন মাসউদ হতে বর্ণিত আছে তিনি বলেন, “আমি একবার কা’বা গৃহের পর্দার অন্তরালে গোপনে ছিলাম, তখন ছকীফ গোত্রের আবদে এয়ালীল ও বরীয়াহ্ এবং কোরাইশ গোত্রের ছফওয়ান এ তিনজন আসল আর চুপে চুপে কথা বলতে লাগল, তখন তাদের একজন বলল, কি আল্লাহপাক আমাদের এ কথাসমূহও শুনছেন? দ্বিতীয় একজন বলল; না তিনি উচ্চঃস্বরে বললেই শুনবেন। তৃতীয় জন বলল যদি কিছু শুনেন, তবে সবই শুনেন। হযরত ইবনে মাসউদ বলেন, আমি এ ঘটনাটি হুযুরﷺ-এর দরবারে বর্ণনা করলাম, তখন এ আয়াতটি নাযিল হয়।
—হা-মীম আস-সিজদাহ্ (ফুছছিলাত) - ২৬
৮)
لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا کِذّٰبًا ۚ
মুফতী তাকী উসমানী
সেখানে তারা কোন অহেতুক কথা শুনবে না এবং কোন মিথ্যা কথাও না।
মাওলানা মুহিউদ্দিন খান
তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না।
ইসলামিক ফাউন্ডেশন
সেখানে তারা শুনবে না অসার ও মিথ্যা বাক্য;
—আন্ নাবা - ৩৫
৯)
لَا یَسۡمَعُوۡنَ فِیۡہَا لَغۡوًا وَّلَا تَاۡثِیۡمًا ۙ
মুফতী তাকী উসমানী
তারা সে জান্নাতে শুনবে না কোন অহেতুক কথা এবং না কোন পাপের কথা।
মাওলানা মুহিউদ্দিন খান
তারা তথায় অবান্তর ও কোন খারাপ কথা শুনবে না।
ইসলামিক ফাউন্ডেশন
সেখানে তারা শুনবে না কোন অসার বা পাপবাক্য,
প্রশ্ন :- যদি লাগব না হয় তাহলে কি হবে?
উত্তর :-
কি হবে
এ ব্যাপারে
আল্লাহ তাআলা বলেন
—আল ওয়াক্বিয়াহ্ - ২৫
اِلَّا قِیۡلًا سَلٰمًا سَلٰمًا
মুফতী তাকী উসমানী
তবে সেখানে হবে কেবল শান্তিপূর্ণ কথা, কেবলই শান্তিপূর্ণ কথা।
মাওলানা মুহিউদ্দিন খান
কিন্তু শুনবে সালাম আর সালাম।
ইসলামিক ফাউন্ডেশন
‘সালাম’ আর ‘সালাম’ বাণী ব্যতীত।
—আল ওয়াক্বিয়াহ্ - ২৬
প্রশ্ন :- লাগব থেকে বাঁচলে কি হবে?
উত্তর :- লাগব থেকে বাঁচলে মুমিনদের গুণাবলি হতে একটি গুণ আপনার অর্জন হবে।
প্রশ্ন:- মুমিনদের গুণাবলি অর্জন করলে ফায়দা কি?
উত্তর :- আল্লাহ তাআলা মুমিনদের সফলতার গ্যারান্টি দিয়েছেন -
আল্লাহ তাআলা বলেন
আল মু'মিনূন, আয়াতঃ ১
قَدۡ اَفۡلَحَ الۡمُؤۡمِنُوۡنَ ۙ
অর্থঃ
মুফতী তাকী উসমানী
নিশ্চয়ই সফলতা অর্জন করেছে মুমিনগণ
মাওলানা মুহিউদ্দিন খান
মুমিনগণ সফলকাম হয়ে গেছে,
ইসলামিক ফাউন্ডেশন
অবশ্যই সফলকাম হয়েছে মু’মিনগণ,
---------------------
শানে নুজুলঃ আলোচ্য ‘সূরা মু’মিনুন’ এর প্রথমে মু’মিনের যে সাতটি গুণের কথা উল্লেখ করা হয়েছে, তা হল- (১) বিনয়, নম্রতা ও একাগ্রতার সাথে নামায আদায় করা (২) বেহুদা বিষয়াদি থেকে বিরত থাকা (৩)যাকাত আদায় করা । (৪)যৌনাঙ্গকে হেফাযত করা । (৫) আমানত প্রত্যার্পণ করা । এতে এমন প্রত্যেকটি বিষয় অন্তর্ভুক্ত, যার দায়িত্ব কোন ব্যক্তি বহন করে এবং সে বিষয়ে কোন ব্যক্তির উপর আস্থা স্থাপন করা হয় । (৬) অঙ্গীকার পূর্ণ করা । এখানে অঙ্গীকার দ্বারা দ্বিপাক্ষিক চুক্তি ও এক তরফা প্রতিশ্রুতি দুটিকেই বুঝানো হয়েছে । (৭) নামাযে যত্নবান হওয়া । উল্লেখিত গুণে গুণান্বিত লোকদেরকে এ আয়াতে জান্নাতুল ফেরদাউসের অধিকারী বলা হয়েছে । (মাঃ কোঃ)
---------------------
Comment