আমীরুল মুমিনীন উসমান ইবনে আফফান রা. বলেছেন, যদি আমাদের অন্তরগুলো পবিত্র হত তাহলে কখনোই কুরআন পাঠে তৃপ্ত হতে পারত না। আমার কাছে এটা খুবই অপছন্দ, কোনো একটি দিন এমন যাবে, যেদিন কুরআন পড়া হল না। -আলআসমা ওয়াসসিফাত, বাইহাকী, বর্ণনা ৫২৪
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেছেন, আমাদের অন্তরগুলো হল পাত্র (যাতে অনবরত বিভিন্ন ভাব ও চিন্তার উদয় হতে থাকে), অতএব কুরআন দিয়ে অন্তরকে ব্যস্ত রাখো, অন্য কিছু দিয়ে নয়। -মুসান্নাফ ইবনে আবী শাইবা, বর্ণনা ৩০৬৩৩
হাসান ইবনে আলী রা. বলেছেন, তোমাদের পূর্ববর্তীরা কুরআনকে এভাবে দেখেছেন যে, এ হচ্ছে আমার রবের পক্ষ থেকে আমার কাছে আসা চিঠি। তাই সারা রাত তারা সেটা নিয়ে তাদাব্বুর ও চিন্তাভাবনা করতেন, আর দিনের বেলায় বাস্তবায়ন করতেন। সে অনুযায়ী সব কাজ করতেন। -আততিবয়ান ফী আদাবি হামালাতিল কুরআন পৃ.৫৪
হাসান বসরী রাহ. বলেছেন, যে ব্যক্তি এটা জানতে চায় যে, সে কেমন -সে যেন নিজেকে কুরআন দিয়ে যাচাই করে। (কারণ কুরআন হল আল্লাহর কালাম। কুরআনের সঙ্গে যার ভালবাসা রয়েছে, বোঝা যাবে সে আল্লাহকে ভালবাসে)। -কিতাবুয যুহদ, আবদুল্লাহ ইবনুল মুবারক, বর্ণনা ৩৮; আসসুন্নাহ, আবদুল্লাহ ইবনে আহমাদ, বর্ণনা ১২৫
সংগ্রহিত- মাসিক আল কাউসার।
আবদুল্লাহ ইবনে মাসউদ রা. বলেছেন, আমাদের অন্তরগুলো হল পাত্র (যাতে অনবরত বিভিন্ন ভাব ও চিন্তার উদয় হতে থাকে), অতএব কুরআন দিয়ে অন্তরকে ব্যস্ত রাখো, অন্য কিছু দিয়ে নয়। -মুসান্নাফ ইবনে আবী শাইবা, বর্ণনা ৩০৬৩৩
হাসান ইবনে আলী রা. বলেছেন, তোমাদের পূর্ববর্তীরা কুরআনকে এভাবে দেখেছেন যে, এ হচ্ছে আমার রবের পক্ষ থেকে আমার কাছে আসা চিঠি। তাই সারা রাত তারা সেটা নিয়ে তাদাব্বুর ও চিন্তাভাবনা করতেন, আর দিনের বেলায় বাস্তবায়ন করতেন। সে অনুযায়ী সব কাজ করতেন। -আততিবয়ান ফী আদাবি হামালাতিল কুরআন পৃ.৫৪
হাসান বসরী রাহ. বলেছেন, যে ব্যক্তি এটা জানতে চায় যে, সে কেমন -সে যেন নিজেকে কুরআন দিয়ে যাচাই করে। (কারণ কুরআন হল আল্লাহর কালাম। কুরআনের সঙ্গে যার ভালবাসা রয়েছে, বোঝা যাবে সে আল্লাহকে ভালবাসে)। -কিতাবুয যুহদ, আবদুল্লাহ ইবনুল মুবারক, বর্ণনা ৩৮; আসসুন্নাহ, আবদুল্লাহ ইবনে আহমাদ, বর্ণনা ১২৫
সংগ্রহিত- মাসিক আল কাউসার।
Comment