Announcement

Collapse
No announcement yet.

দারসুল কুরআন-১

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • দারসুল কুরআন-১

    দারসুল কুরআন-১

    بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
    ٱلْحَمْدُ لِلَّهِ رَبِّ ٱلْعَٰلَمِينَ
    ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ
    مَٰلِكِ يَوْمِ ٱلدِّينِ

    অর্থঃ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
    যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।
    যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। যিনি বিচার দিনের মালিক।

    আয়াতের হেদায়েত/শিক্ষা;
    ১/আল্লাহ তাআলা নিজের হামদ/প্রশংসা করা পছন্দ করেন। এইজন্য তিনি নিজের প্রশংসা করেছেন এবং বান্দাদেরকে আদেশ করেছেন তার প্রশংসা করার জন্য।
    ২/প্রশংসা অবশ্যই গ্রহণযোগ্য কারণে হতে হবে,অন্যথায় তা মিথ্যা ও বাতিল বলে গণ্য হবে। আল্লাহ তাআলা নিজের প্রশংসা করার সাথে সাথে (প্রশংসার) কারণ উল্লেখ করেছেন।তা হলো;
    তিনি রাব্বুল আলামীন (বিশ্বজগতের প্রতিপালক),
    অতিশয় দয়ালু,
    পরম করুণাময় ও বিচার দিনের মালিক।

    إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ

    অর্থঃ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

    আয়াতের হেদায়েত/শিক্ষা;
    ১/দুআর আদব হলো,দুআকারী প্রথমে আল্লাহর প্রশংসা ও বড়ত্ব বর্ণনা করবে, এরপর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত-সালাম পাঠ করবে, তারপর নিজের প্রয়োজন ব্যক্ত করবে।
    ২/ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্যই করতে হবে, আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে সাহায্য প্রার্থনা করা যাবে না।

    إهْدِنَا ٱلصِّرَٰطَ ٱلْمُسْتَقِيم

    অর্থঃ আমাদেরকে সরল পথ দেখাও,

    আয়াতের হেদায়েত/শিক্ষা;
    ১/কায়মনোবাক্যে আল্লাহ তাআলার কাছে দুআ করার উৎসাহ দেওয়া হয়েছে।হাদীসে আছে,দুআ ইবাদত।

    صِرَٰطَ ٱلَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ ٱلْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا ٱلضَّآلِّينَ

    অর্থঃ সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

    আয়াতের হেদায়েত/শিক্ষা;
    ১) নেয়ামত/অনুগ্রহ স্বীকার করা।
    ২/উত্তম আদর্শ তালাশ করা।
    ৩/সালিহীনদের পথ অনুসরণ করা এবং বিভ্রান্তদের থেকে দূরে থাকা।

  • #2
    জাজাকাল্লাহু খাইরান!
    মুহতারাম ভাই!
    যেহেতু দারসুল কুরান(কুরআন) তাই কোন কিতাব থেকে সহায়তা নিচ্ছেন তা লিখলে ভালো হয়।
    লিল্লাহি তাকবির! আল্লাহু আকবার!!

    Comment


    • #3
      দারসুল কুরআন পর্ব ধারাবাহিক ভাবে ফোরামে কোন ভাই পেশ করলে ভালো হতো। আপনি যেহেতু একটি পর্ব পেশ করলেন। সময় সুযোগ এবং অন্যান্য সব ঠিক থাকলে আপনিও ধারাবাহিক ভাবে চালিয়ে যেতে পারেন।
      তবে এক্ষেত্রে একটি খেয়াল রাখলে ভালো হবে তা হলো-পোস্টটি আরেকটু বড় করা এবং সাজিয়ে গুছিয়ে করা। আর তাফসিরের কিতাবের দলিল পেশ করা ।
      দুআ করি-আল্লাহ ভাইদের তাউফিক দান করুন। আমিন
      গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷

      Comment


      • #4
        জি ভাইয়েরা,, দারসুল কুরআন বিশেষ বিশেষ সূরাগুলো নিয়ে হতে পারে।
        সূরা আনফাল,সূরা তাওবাহ।
        ==================
        اللهم انی اسلک الهدی والتفی والعفافی والغناء

        Comment


        • #5
          জাজাকাল্লাহ খাইরান

          Comment

          Working...
          X