মুমিনদের বিজয়; মুনাফিকদের মুখোশ উম্মোচন
আলহামদুলিল্লাহ, তালেবানদের বিজয় হয়ে যাচ্ছে। চারিদিকে শুধু তাদের বিজয়ের সংবাদই শোনা যাচ্ছে। জীবনের সবচেয়ে বড় সুসংবাদ শুনছি বলে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ। এ বিজয় যেন মক্কাবিজয়েরই নমূনা। যার সূচনা হয়েছিল তালেবানদের মতোই সন্ধির মাধ্যমে। ইনশাআল্লাহ ফাতহে মক্কার মতো এ বিজয়ও ভবিষ্যত ইসলামী পরাশক্তির ভিত্তি হবে। মুমিনদের অবস্থা তো এখন তেমনই যেমনটা তাওবার সুসংবাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কা’ব রাযি. কে বলেছিলন, أبشر بخير يوم مر عليك منذ ولدتك أمك ‘তোমার মা তোমাকে জন্মদানের দিন হতে যতদিন তোমার উপর অতিবাহিত হয়েছে তার মধ্যে সর্বোত্তম দিনের সুসংবাদ গ্রহন কর।।’
এই সুস্পষ্ট বিজয়ে একদিকে মুমিনদের চেহারা উদ্ভাসিত হচ্ছে অপরদিকে রবের শুকরিয়ায় তাদের অন্তর বিগলিত হচ্ছে, চোখ থেকে আনন্দাশ্রু ঝরছে। যেমনটা আল্লাহ তায়ালা আমাদের নির্দেশ দিয়েছেন
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا
যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে এবং তুমি মানুষকে দেখবে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে, তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসাসহ তার পবিত্রতা ঘোষণা করো ও তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি অতি ক্ষমাশীল। -সূরা নাসর: ১-৩
বাংলাদেশের ধর্মপ্রাণ মুমিনদের সাধারণ চিত্র এটাই। কিন্তু তারপরও সংখ্যায় স্বল্প হলেও এমন কিছু লোক রয়েছে যারা এ পরিস্থিতিতেও তালেবানদের প্রতি নিজেদের অন্তরের বিদ্বেষ চেপে রাখতে পারছে না। আবোল-তাবোল বলে তালেবানদের প্রতি বিষোদাগারের বৃথা চেষ্টা করে যাচ্ছে। এ দলে যেমন মুরতাদ সেক্যুলাঙ্গার সাংবাদিক রয়েছে, তেমনি কিছু কিছু ইসলামী দল ও গোষ্ঠীও রয়েছে। কিন্তু কুরআন আমাদের জানিয়ে দিচ্ছে, মুমিনদের বিজয়ে কষ্ট পাওয়া মুনাফিকদের অভ্যাস। ইরশাদ হচ্ছে,
إِنْ تُصِبْكَ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِنْ تُصِبْكَ مُصِيبَةٌ يَقُولُوا قَدْ أَخَذْنَا أَمْرَنَا مِنْ قَبْلُ وَيَتَوَلَّوْا وَهُمْ فَرِحُونَ
তোমাদের কোন কল্যাণ লাভ হলে তাদের দু:খ হয় আর যদি তোমাদের কোন মুসিবত দেখা দেয়, তবে বলে, আমরা তো আগেই আত্মরক্ষার ব্যবস্থা করে নিয়েছিলাম আর (একথা বলে) তারা বড় খুশী মনে সটকে পড়ে। -সূরা তাওবা: ৫০
এখানে কল্যান দ্বারা কাফেরদের উপর বিজয়লাভ উদ্দেশ্য। (দেখুন, তাফসীরে ইবনে কাসীর: ৪/১৬২; তাফসীরে জালালাইন: পৃ: ২৪৮)
সুতরাং যারাই এখন তালেবানদের বিরুদ্ধে বিষোদাগার করছে তারাই মুনাফিক; হয়তো হাকীকী মুনাফিক যাদের অন্তরে ইমানই নেই, যেমন সেক্যুলার সাংবাদিকরা কিংবা আমলী মুনাফিক, যাদের ইমান দুর্বল ও অন্তর নেফাক থেকে মুক্ত নয়। আল্লাহ তায়ালা আমাদেরকে এসব মুনাফিকদের ফেতনা থেকে রক্ষা করুন। আমীন।
Comment