যে শরীয়ত মানে না তার মুরুব্বি শায়তান
আল্লাহ তায়ালা বলেনঃ
وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ نُقَيِّضْ لَهُ شَيْطَانًا فَهُوَ لَهُ قَرِينٌ وَإِنَّهُمْ لَيَصُدُّونَهُمْ عَنِ السَّبِيلِ وَيَحْسَبُونَ أَنَّهُم مُّهْتَدُونَ
যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণ থেকে চোখ ফিরিয়ে নেয়, আমি তার জন্যে এক শয়তান নিয়োজিত করে দেই, অতঃপর সে-ই হয় তার সঙ্গী। শয়তানরাই মানুষকে সৎপথে বাধা দান করে, আর মানুষ মনে করে যে, তারা সৎপথে রয়েছে। জুখরুফ- ৩৬-৩৭এখান থেকে আমরা জানতে পারি, যারা আল্লাহ তায়ালার কুরান থেকে মুখ ফিরিয়ে নেয়, (জাহেল হোক বা আলেম) কুরআনের নির্দেশনা অনুযায়ী আমল করে না, শয়তান তাদের মুরাব্বি হয়ে যায় অথচ তারা নিজেদেরকে সাহাবাদের পূর্ণ আনুসারি দাবি করতে থাকে।
সুতরাং আজ যারা পূর্ণ দ্বীন পালন করেনা, জিহাদ থেকে বাধা দেয়, তাগুত ও দুনিয়াদারদের পিছনে ঘুরে বেড়ায়, দ্বীনের খেদমতের নামে দ্বীনকে নিজের খেদমত করায়, খেলাফতের নামে কুফুরি করে তারা নিজেদেরকে যতই শাইখুল হাদিস আর মুজাহিদে আজম মনে করুক না কেন আমরা তাদেরকে কখনোই হেদায়াত প্রাপ্ত মনে করব না, তাদের কথায় ধোকা খাব না। কেননা আল্লাহ তায়ালাই বলে দিচ্ছেন তারা গোমরাহ হওয়া সত্বেও নিজেদেরকে أهل سنة و الجماعة মনে করবে।
Comment