কোরআনের আহবান:-
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা
করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?)
{সূরা মুহাম্মদ, আয়াত নং ২৪}
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা
করে না? না তাদের অন্তর তালাবদ্ধ?)
{সূরা মুহাম্মদ, আয়াত নং ২৪}
কোরআন মাজিদে জিহাদ সম্পর্কিত আয়াতগুলো চার ভাগে বিভক্ত:- (১) মাদানী সূরাগুলুতে জিহাদ সম্পর্কিত আয়াত সমুহ। (২) মাদানী সূরাগুলোতে জিহাদের প্রতি ইঙ্গিতবাচঁক আয়াত সমুহ। (৩) মাক্কী সূরাগুলোতে জিহাদের প্রতি ইঙ্গিত বহণকারী আয়াত সমুহ। (৪) জিহাদের প্রতি দূর সম্পর্কে ইঙ্গিত বহণকারী আয়াত সমুহ।
سورة البقرة
সূরাতুল বাক্বারাহ
সূরাতুল বাক্বারাহ
١ وَدَّ كَثِيرٌ مِّنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُم مِّن بَعْدِ إِيمَانِكُمْ كُفَّاراً حَسَدًا مِّنْ عِندِ أَنفُسِهِم مِّن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُمُ الْحَقُّ فَاعْفُواْ وَاصْفَحُواْ حَتَّى يَأْتِيَ اللّهُ بِأَمْرِهِ إِنَّ اللّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
(১) - আহলে কিতাবদের অনেকেই প্রতিহিংসাবশতঃ চায় যে, মুসলমান হওয়ার পর তোমাদেরকে কোন রকমে কাফের বানিয়ে দেয়। তাদের কাছে সত্য প্রকাশিত হওয়ার পর (তারা এটা চায়)। যাক তোমরা তাদের ক্ষমা কর এবং উপেক্ষা কর আল্লাহর নির্দেশ আসা পরযন্ত। নিশ্চয় আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। (১০৯)
(১) - এ আয়াতে আল্লাহ তায়ালা "জিহাদের বিধানকে" امر الله (আল্লাহর নির্দেশ) বলেছেন।
٢ وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَى فِي خَرَابِهَا أُوْلَـئِكَ مَا كَانَ لَهُمْ أَن يَدْخُلُوهَا إِلاَّ خَآئِفِينَ لهُمْ فِي الدُّنْيَا خِزْيٌ وَلَهُمْ فِي الآخِرَةِ عَذَابٌ عَظِيمٌ
(২) - যে ব্যাক্তি আল্লাহর মসজিদসমূহে তাঁর নাম উচ্চারণ করতে বাধা দেয় এবং সেগুলোকে উজাড় করতে চেষ্টা করে, তার চাইতে বড় যালেম আর কে? এদের পক্ষে মসজিদসমূহে প্রবেশ করা বিধেয় নয়, অবশ্য ভীত-সন্ত্রস্ত অবস্থায়। ওদের জন্য ইহকালে লাঞ্ছনা এবং পরকালে কঠিন শাস্তি রয়েছে। (১১৪)
(২) - মসজিদ, মাদরাসা, খানকা এবং ইসলামের সকল মারকাজ সংরক্ষিত হবে এক মাত্র জিহাদের মাধ্যমে।
٣ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْاسْتَعِينُواْ بِالصَّبْرِ وَالصَّلاَةِ إِنَّ اللّهَ مَعَ الصَّابِرِينَ
(৩) - হে মুমিন গন! তোমরা ধৈর্য ও নামাযের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর। নিশ্চিতই আল্লাহ ধৈর্য্যশীলদের সাথে রয়েছেন। (১৫৩)
(৩) - জিহাদ হল ধৈর্যের সর্বোচ্চ স্তর আর এর মাধ্যমেই আল্লাহ তায়ালার সাহায্য আসবে।
٤ وَلاَ تَقُولُواْ لِمَنْ يُقْتَلُ فِي سَبيلِ اللّهِ أَمْوَاتٌ بَلْ أَحْيَاء وَلَكِن لاَّ تَشْعُرُونَ
(৪) - আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না। বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝ না। (১৫৪)
(৪) - জিহাদ ফি সাবিলিল্লাহে শাহাদাহ অর্জনকারী ব্যক্তিই প্রকৃত জিবিত।
فتح الجواد
في معارف آية الجهاد
محمد مسعود أظهر
حفظه الله
في معارف آية الجهاد
محمد مسعود أظهر
حفظه الله
Comment