আল্লাহ তায়ালা বলেন-
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ (42) وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (43)
আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে- (মনে রাখতে হবে) আমি কারও প্রতি সাধ্যের বেশী বোঝা অরপণ করি না, তারাই হবে জান্নাতী। সেখানে তারা সরবদা থাকবে।
আর (ইহজীবনে) তাদের বুকের ভিতর (পারস্পরিক) কোন কষ্ট থাকলে আমি তা বের করে দেব। তাদের তলদেশে নহর প্রবাহিত থাকবে। আর তারা বলবে,সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই স্থানের পৌঁছিয়েছেন। আল্লাহ আমাদেরকে না পৌঁছালে আমরা কখনোই এখানে পৌঁছতে পারতাম না। বাস্তবিকই আমাদের প্রতিপালকের রাসূলগণ আমাদের কাছে সম্পূরণ সত্য কথাই নিয়ে এসেছিলেন। আর তাদেরকে ডেকে বলা হবে, হে মানুষ! তোমরা যে আমল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এর উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়েছে। (সূরা আরাফ-৪২-৪৩)
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ (42) وَنَزَعْنَا مَا فِي صُدُورِهِمْ مِنْ غِلٍّ تَجْرِي مِنْ تَحْتِهِمُ الْأَنْهَارُ وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي هَدَانَا لِهَذَا وَمَا كُنَّا لِنَهْتَدِيَ لَوْلَا أَنْ هَدَانَا اللَّهُ لَقَدْ جَاءَتْ رُسُلُ رَبِّنَا بِالْحَقِّ وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ (43)
আর যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে- (মনে রাখতে হবে) আমি কারও প্রতি সাধ্যের বেশী বোঝা অরপণ করি না, তারাই হবে জান্নাতী। সেখানে তারা সরবদা থাকবে।
আর (ইহজীবনে) তাদের বুকের ভিতর (পারস্পরিক) কোন কষ্ট থাকলে আমি তা বের করে দেব। তাদের তলদেশে নহর প্রবাহিত থাকবে। আর তারা বলবে,সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে এই স্থানের পৌঁছিয়েছেন। আল্লাহ আমাদেরকে না পৌঁছালে আমরা কখনোই এখানে পৌঁছতে পারতাম না। বাস্তবিকই আমাদের প্রতিপালকের রাসূলগণ আমাদের কাছে সম্পূরণ সত্য কথাই নিয়ে এসেছিলেন। আর তাদেরকে ডেকে বলা হবে, হে মানুষ! তোমরা যে আমল করতে তারই বিনিময়ে তোমাদেরকে এর উত্তরাধিকারী বানিয়ে দেওয়া হয়েছে। (সূরা আরাফ-৪২-৪৩)
Comment