কুরআন দ্বারা জীবন পরিচালনা - ৪
ত্বাগুতের অধীনে থাকাই চরম নিকৃষ্ট আজাব
ত্বাগুতের অধীনে থাকাই চরম নিকৃষ্ট আজাব
(وَلَقَدْ نَجَّيْنَا بَنِي إِسْرَائِيلَ مِنَ الْعَذَابِ الْمُهِينِ * مِنْ فِرْعَوْنَ ۚ إِنَّهُ كَانَ عَالِيًا مِنَ الْمُسْرِفِينَ)
আমি বনী-ইসরাঈলকে অপমানজনক শাস্তি থেকে উদ্ধার করছি। ফেরাউন সে ছিল সীমালংঘনকারীদের মধ্যে শীর্ষস্থানীয়। (দুখানঃ ৩০-৩১)সকল প্রশংসা ও পবিত্রতা আল্লাহর জন্যই
" নিকৃষ্ট শাস্তি থেকে ".... ফেরাউন থেকে।
এখানে ফেরাউনের নামের পরিরর্তে "নিকৃষ্ট শাস্তি" ব্যবহার করা হয়েছে।
কেননা ত্বাগুত নিজেই একটা নিকৃষ্ট আজাব। এবং এটাই অনুধাবন করানো হচ্ছে যে, শুধু ত্বাগুতের শাষনের নিচে থাকা এবং তাতে সন্তুষ্ট হওয়াটাই আল্লাহর পক্ষ থেকে চরম নিকৃষ্ট শাস্তি। তবে এটা তাদের জন্যে নয় যারা তাওহীদকে চিনে নি ও ঈমানের শক্তিশালী হাতলের স্বাদ আস্বাদন করে নি। যারা তাওহীদবাদী একমাত্র তারাই শুধু ত্বাগুতী শাসনের অধিনে বসবাসের শাস্তি ও অপদস্থতা অনুভব করবে। এবং লাঞ্চনা ও জিল্লাতির বোঝা বইবে।
কিন্তু যারা তাওহীদ বুঝে নি, তারা ত্বাগুতের সাথে মিশে থাকার মধ্যে হেকমাত ও মাসলাহাত খুজে বেড়াবে। সে তাদের সাথে চলাফেরা ও খাওয়া-দাওয়াতে অসহ্য বোধ করবে না। এই সমস্ত ব্যাক্তিরা কি ভাবে বুঝবে যে, জিহাদের ময়দানেই একজন মুসলিম সর্বোচ্চ শান্তি অনুভব করে, শাহাদাতের মধ্যেই সে তার ঠিকানা খুজে বেড়ায়।
হে আল্লাহ! আমরা আপনাকে সাক্ষ্য দিচ্ছি, আমরা সকল ত্বাগুতকে অস্বীকার করলাম, এবং একমাত্র আপনার উপরই ঈমান আনলাম। আমাদেরকে তাওহীদের মাধ্যমে সম্মানিত করুন এবং আমাদের উপর ত্বাগুতদেরকে কোন ধরনের ক্ষমতা দিয়েন না।
Comment