আপনার জন্য কুরআন - ৫
রাসূলের আনুগত্যের সঠিক অবস্থা ও স্থান
রাসূলের আনুগত্যের সঠিক অবস্থা ও স্থান
مَا أَفَاءَ اللَّهُ عَلَىٰ رَسُولِهِ مِنْ أَهْلِ الْقُرَىٰ فَلِلَّهِ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ كَيْ لَا يَكُونَ دُولَةً بَيْنَ الْأَغْنِيَاءِ مِنْكُمْ ۚ وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তাঁর রসূলকে যা দিয়েছেন, তা আল্লাহর, রসূলের, তাঁর আত্নীয়-স্বজনের, ইয়াতীমদের, অভাবগ্রস্তদের এবং মুসাফিরদের জন্যে, যাতে ধনৈশ্বর্য্য কেবল তোমাদের বিত্তশালীদের মধ্যেই পুঞ্জীভূত না হয়। রসূল তোমাদেরকে যা দেন, তা গ্রহণ কর এবং যা নিষেধ করেন, তা থেকে বিরত থাক এবং আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। ( হাসরঃ ৭)
لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا
যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে, তাদের জন্যে রসূলুল্লাহর মধ্যে উত্তম নমুনা রয়েছে। ( আহযাবঃ ২১)
আল্লাহর নবীর অনুসরণ আবশ্যক হওয়ার ক্ষেত্রে উপরের দুইটা আয়াতই মূল ভিত্তি। এবং দুইটা আয়াতই এসেছে জিহাদ বিষয়ের আলোচনার পর। যাতে নবীর অনুসরণের দাবীদাররা তাকে আনুগত্যের সঠিক স্থান সমূহ জানতে পারে।
আঁকাবির ও সালাফদের অনুসরণের দাবীকারীরা যাতে জানতে পারে সূরায়ে মুহাম্মাদ হচ্ছে সূরায়ে ( ক্বিতাল)। আল্লাহর নবীর অনুসরন আবশ্যক হওয়ার মূল আয়াতগুলোই নাজিল হয়েছে ক্বিতাল ও জিহাদের আলোচনার সাথে। এবং মুহাম্মাদ সাঃ এর জীবন, মুহাম্মাদ সাঃ এর দ্বীন ও মুহাম্মাদ সাঃ এর সুন্নাত সবই হচ্ছে জিহাদ এবং ক্বিতাল। এমনকি আল্লাহর নবী আলাইহিস সালাম বলেছেন:
اللهم اجعل فناء أمتي قتلا في سبيلك بالطعن و الطاعون
হে আল্লাহ! আমার উম্মাতকে নিঃশেষ করুন আপনার রাস্তায় আক্রমন ও মহামারীতে নিহত হওয়ার মাধ্যমে। (মুসনাদে আহমাদ- ১৮০৮০)আকাবির বা সালাফের অনুসরণের দাবীর মাধ্যমে যারা নিজের কাপুরুষতা ও অথর্বতাকে ঢেকে রাখে, তাদের চোখ যাতে না ঘুমায়। কেননা হাক্বের আকাবির ও সালাফরা তাদের থেকে মুক্ত। মুহাম্মাদ আলাইহিস সালাম ও তার সম্মানিত সাহাবীরা তাদের অনুসরণ থেকে পবিত্র।
Comment