আপনার জন্য কুরআন - ৮
কাফেরের প্রতি ভাল ধারনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই
কাফেরের প্রতি ভাল ধারনা থেকে আল্লাহর কাছে পানাহ চাই
كَيْفَ وَإِنْ يَظْهَرُوا عَلَيْكُمْ لَا يَرْقُبُوا فِيكُمْ إِلًّا وَلَا ذِمَّةً ۚ يُرْضُونَكُمْ بِأَفْوَاهِهِمْ وَتَأْبَىٰ قُلُوبُهُمْ وَأَكْثَرُهُمْ فَاسِقُونَ
কিরূপে? তারা তোমাদের উপর জয়ী হলে তোমাদের আত্নীয়তার ও অঙ্গীকারের কোন মর্যাদা দেবে না। তারা মুখে তোমাদের সন্তুষ্ট করে, কিন্তু তাদের অন্তরসমূহ তা অস্বীকার করে, আর তাদের অধিকাংশ প্রতিশ্রুতি ভঙ্গকারী। (তাওবা-৮)
لَا يَرْقُبُونَ فِي مُؤْمِنٍ إِلًّا وَلَا ذِمَّةً ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُعْتَدُونَ
তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্নীয়তার, আর না অঙ্গীকারের। আর তারাই সীমালংঘনকারী। ( তাওবাঃ ১০)আল্লাহ তায়ালা প্রথম আয়াতে মুসলমানদের উপর নির্যাতন করাকে তাদের প্রতিষ্ঠা ও বিজয়ের সাথে মিলিত করেছেন, অর্থাৎ আত্যাচারকে মুসলিমদের উপর বিজয়ের সাথে সম্পর্ক করে বলেছেনঃ ( তারা তোমাদের উপর জয়ী হলে)
অতঃপর পরের আয়াতে নির্দিষ্ট করে বলছেনঃ ( তারা মর্যাদা দেয় না কোন মুসলমানের ক্ষেত্রে আত্নীয়তার, আর না অঙ্গীকারের )
এই কথাকে দৃঢ় করার জন্যে যে, তারা এমন সৃষ্টি যারা মৌলিক ভাবেই ও তাদের অন্তরের মুসলিমদের বিদ্বেষ গেথে দেয়া হয়ে, চাই তারা বিজয়ী হোক বা না হোক।
যাতে করে কেহ এই ধারনায় তাদের সাথে সম্পর্ক না করে যে, তারা পরাজিত অবস্থায় আমাদের আত্নীয়তার ও অঙ্গীকারের সম্মান করবে।
সমস্ত প্রশংসা আল্লাহ তায়ালার, যিনি আমাদের সামনে তাদের গোপন অবস্থা প্রকাশ করে দিয়েছেন যাতে আমরা তাদের থেকে সম্পর্কহীন থাকতে পারি।
মুরতাদ ও কুফুরীর মৌলিক অভ্যাস হচ্ছে ইসলামের বিরোধীতা করা, তারা শত চেষ্টা করলেও আল্লাহ কুফুরীর কারণে তাদের অন্তরে যে বিদ্বেষ রেখেছেন তা দূর করতে পারবে না। তাই আমাদেরকে তাদের থেকে পূর্ন বারা'আত ঘোষনা করতে হবে।
Comment