আপনার জন্য কুরআন - ৯
ওহী নূর ছাড়া পৃথিবীর সব কিছুই গোমরাহী, তা যত ভালই হোক না কেন
ওহী নূর ছাড়া পৃথিবীর সব কিছুই গোমরাহী, তা যত ভালই হোক না কেন
أَوَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَيَنْظُرُوا كَيْفَ كَانَ عَاقِبَةُ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ ۚ كَانُوا أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَأَثَارُوا الْأَرْضَ وَعَمَرُوهَا أَكْثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ ۖ فَمَا كَانَ اللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِنْ كَانُوا أَنْفُسَهُمْ يَظْلِمُونَ
তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না অতঃপর দেখে না যে; তাদের পূর্ববর্তীদের পরিণাম কি কি হয়েছে? তারা তাদের চাইতে শক্তিশালী ছিল, তারা যমীন চাষ করত এবং তাদের চাইতে বেশী আবাদ করত। তাদের কাছে তাদের রসূলগণ সুস্পষ্ট নির্দেশ নিয়ে এসেছিল। বস্তুতঃ আল্লাহ তাদের প্রতি জুলুমকারী ছিলেন না। কিন্তু তারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করেছিল। (রুম- ৯)সুবহানাল্লাহ ... আল্লাহ তায়ালা যখন রাসূলকে প্রেরণ করলেন তখন দুনিয়াতে পাচটা সভ্যতা ও সাম্রাজ্য বিদ্যমান ছিল। রুমান, পারস্য, হিন্দু সভ্যতা, চীন ও মিসরের ফেরাউনী সভ্যতা। তা সত্যেও সহীহ হাদীসে এসেছেঃ আল্লাহ তায়ালা সমস্ত জমিনবাসীর দিকে দৃষ্টি দিয়েছেন, তার মধ্য থেকে আরব-আজম সবাইকেই অপছন্দ করলেন তবে কয়েকজন আহলে কিতাবী ব্যতিত, কারণ তাদের কাছে অহীর নূর অবশিষ্ট ছিল।
বাকি সভ্যতাগুলোর আল্লাহর কাছে কোনই মূল্য ছিল না ... কারণ তারা ছিল অহীর নূর থেকে দূরে কুফুর ও শিরিকের অন্ধকারে নিমজ্জিত।
সুতরাং বাস্তবিক উন্নতি ও অগ্রগতির যুগ ছিল নবী প্রেরণের পরের সময়।
আমাদের বর্তমানেও খুব ভাল করে মনে রাখতে হবে যে জিনিসে সাথে অহীর সম্পর্ক নেই, সেটা হতে পারে সভ্যতা, রাষ্ট্র, সমাজ, জাতী, দল বা ব্যক্তি। যেই হোক না কেন তার সংস্পর্শে যাওয়া যাবে না। চাই সেখানে যত বড় মাসলাহাতই থাকুক না কেন! কারণ অহী নূর যেখানে নেই সেটাতে অবশ্যই অন্ধকার রয়েছে। আর তা আপনাকে অবশ্যই গোমরাহীর দিকে নিয়ে যাবে।
Comment