আপনার জন্য কুরআন - ১০
তাওহীদের কারামত এবং শিরকের বোকামী
তাওহীদের কারামত এবং শিরকের বোকামী
وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ ۚ وَلَقَدِ اصْطَفَيْنَاهُ فِي الدُّنْيَا ۖ وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ
ইব্রাহীমের ধর্ম থেকে কে মুখ ফেরায়? কিন্তু সে ব্যক্তি, যে নিজেকে বোকা প্রতিপন্ন করে। নিশ্চয়ই আমি তাকে পৃথিবীতে মনোনীত করেছি এবং সে পরকালে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। (বাকারা- ১৩০)
আরবী ব্যকরণ অনুজায়ী (নিজেকে) শব্দটা মাফ'উল বা সম্পাদিত ব্যক্তি, এটা আবার তামিজ বা বিশেষ্যও হয়ে থাকে। অর্থ হবে ( নিজেই বোকা হয়ে গেল )। তখন বোকামীটা পূর্ন শরীরের গুণ হবে যা তার নিজেকে ধারণ করে আছে। সুতরাং তখন তাওহীদ থেকে বিমুখ কাঠামোটা পূর্ন ভাবেই বোকায় পরিনত হবে। ( মন এবং শরীর )।
আল্লাহর কসম! উম্মাহর শত্রুদের মধ্যে আমরা এটাই দেখছি, তাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত বোকামীতে পূর্ন।
ঠিক তেমনি একজন মুসলিম তাওহীদ থেকে যত দূরে যাবে তত তার মধ্যে বোকামীর চিহ্ন প্রকাশ পেতে থাকবে, আর যত কাছে আসবে তত বুদ্ধির ছাপ স্পষ্ট হয়ে উঠবে।
Comment