আপনার জন্য কুরআন - ১১
আল্লাহর সাহায্যকে বাধা দানকারী কোন শক্তির অস্তিত্বই সম্ভব নয়
আল্লাহর সাহায্যকে বাধা দানকারী কোন শক্তির অস্তিত্বই সম্ভব নয়
مَا يَفْتَحِ اللَّهُ لِلنَّاسِ مِنْ رَحْمَةٍ فَلَا مُمْسِكَ لَهَا ۖ وَمَا يُمْسِكْ فَلَا مُرْسِلَ لَهُ مِنْ بَعْدِهِ ۚ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ
আল্লাহ মানুষের জন্য অনুগ্রহের মধ্য থেকে যা খুলে দেন, তা ফেরাবার কেউ নেই এবং তিনি যা বারণ করেন, তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতিত। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। (ফাতির- ২)
সুবহানাল্লাহ, আল্লাহ তায়ালা এখানে কাজ না বলে ব্যক্তিকে উল্ল্যেখ করেছেন যাতে এটা স্পষ্ট হয়, আল্লাহ তায়ালা যখন মানুষের উপর কোন রহমত পাঠান তখন ইহাকে আটকিয়ে দেয়ার মত কোন শক্তি অস্তিত্বেই আসবে না। যে সে নিয়ামতকে আটকে দিবে। মহান আল্লাহ মূল বিষয়টাকেই অস্বিকার করেছেন অর্থাৎ বাধাদানকারী পাওয়া যাওয়াই অসম্ভব। আল্লাহ তায়ালা এটা বলেনন নি যে, ( আল্লাহ যা মানুষের জন্যে খুলে দেন তাকে কেহ বন্ধ করবে না ) ।
আল্লাহ ব্যাক্তিকেই অস্বিকার করেছেন যা কাজ অস্বিকারের থেকে অধিক শক্তিশালী। সুতরাং বাধা দিতে পারবে এমন কেহ অস্তিত্ব বিদ্যমান নেই।
আয়াতের বাকী অংশেও একই কথা বলেছেন ( তিনি যা বারণ করেন, তা কেউ প্রেরণ করতে পারে না তিনি ব্যতিত )
বাস্তব জীবনে খুব ভাল করে মনে রাখতে হবে, আল্লাহ আমাকে যতই বিপদ দেন তিনি ছাড়া কেহ তা দূর করার শক্তিই নেই। এবং তিনি যদি নিরাপত্তা দেন তো বিশ্বের বুকে এমন শক্তির অস্তিত্বই সম্ভব নয় যে আপনাকে ক্ষতি করবে। আল্লাহু আকবার।
কতই না মহান যিনি সাহিত্যপূর্ন ও চমৎকার করে কুরআন অবতির্ন করেছেন। হে আল্লাহ তুমি আমাদের আমাদের উপর নেয়ামতের দরজা খুলে দাও। নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে নাও যা ছিড়ে ফেলার মত কোণ শক্তির অস্তিত্বই সম্ভব নয়।
আপনাদের দোয়ায় ভাইদেরকে স্বরণে রাখার অনুরোধ।
https://telegram.me/tahridbd
Comment