আপনার জন্য কুরআন - ১২
সেই মহান ব্যক্তিদের সাথেই নিজেকে ধৈর্যের সাথে আবদ্ধ রাখুন
সেই মহান ব্যক্তিদের সাথেই নিজেকে ধৈর্যের সাথে আবদ্ধ রাখুন
وَاصْبِرْ نَفْسَكَ مَعَ الَّذِينَ يَدْعُونَ رَبَّهُمْ بِالْغَدَاةِ وَالْعَشِيِّ يُرِيدُونَ وَجْهَهُ ۖ وَلَا تَعْدُ عَيْنَاكَ عَنْهُمْ تُرِيدُ زِينَةَ الْحَيَاةِ الدُّنْيَا ۖ وَلَا تُطِعْ مَنْ أَغْفَلْنَا قَلْبَهُ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوَاهُ وَكَانَ أَمْرُهُ فُرُطًا
আপনি নিজেকে তাদের সংসর্গে আবদ্ধ রাখুন যারা সকাল ও সন্ধ্যায় তাদের পালনকর্তাকে তাঁর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আহবান করে এবং আপনি পার্থিব জীবনের সৌন্দর্য কামনা করে তাদের থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নেবেন না। যার মনকে আমার স্মরণ থেকে গাফেল করে দিয়েছি, যে, নিজের প্রবৃত্তির অনুসরণ করে এবং যার কার্য কলাপ হচ্ছে সীমা অতিক্রম করা, আপনি তার অনুগত্য করবেন না। ( কাহাফ-২৮)
যারা সর্বদা আহবান করছে .... আহ্বানকারীদের সাথে বলেন নি
অর্থাৎ তারা আল্লাহ তায়ালার নৈকট্যশীলতার সম্মান পেয়েছেন কেবল মাত্র সকাল-সন্ধ্যা রবকে ডাকার মাধ্যমেই।
তার নৈকট কামনা করে ... আল্লাহু আকবার ... শুধু রবকেই চায়, প্রতিদান নয়
সুবহানাল্লাহ, তারা আল্লাহ তায়ালাকে ডাকেন একমাত্র তাকেই পাওয়ার আশায়। তাই সর্বোচ্চ কুরবানিকেই পেশ করেছে এবং তার প্রতিদানে কিছুই চায় না ।
নিজের দৃষ্টিসমূহকে ফিরিয়ে নেবেন না ... দৃষ্টি নয় দৃষ্টিসমূহকে
বরং আপনার পূর্ন মনযোগই যাতে তাদেরকে পাশ কাটিয়ে দুনিয়ার কারো দিকে না যায়।
আল্লাহর নবী আলাইহিস সালাম তাদের ব্যপারে আলোচনায় বলেনঃ
সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমার উম্মতের এমন কিছু মানুষের সাথে ধৈর্যের আদেশ দেয়ার আগে মৃত্যু দেন নি, তাদের সাথেই জীবন ও মরণ।
তাদের সাথেই জীবন ও মরণ ... তারা কারা ? নিশ্চয়ই যারা একমাত্র আল্লাহ তায়ালাকেই কামনা করে।
মূল পয়েন্টঃ
নিজেকে ধৈর্যের সাথে আবদ্ধ রাখুন ... এটা বলেন নি, অবস্থান করুনমানুষ যখন বিপদে পরে তখন ধৈর্যের সাথে কোন দয়ালু ব্যক্তিকে কাছে পেতে চায়, যিনি তাদেরকে রক্ষা করবেন। ঠিক তেমনি উপরোক্ত মহান ব্যক্তিরা এমন আমলে লিপ্ত থাকবেন যাতে সর্বদা বিপদ হাতছানি দিয়ে ডাকে। ফলে তারা রাত-দিন আল্লাহ তায়ালাকে পাওয়ার জন্যে নিজের সব কিছু কুরবান করে ধৈর্যের সাথে আহবান করতে থাকেন।
হে আল্লাহ! আমাদেরকে আপনাকে পাওয়ার চেষ্টা ও মহব্বতের আশা থেকে দূরে সরিয়ে দিয়েন না, এবং যারা আপনাকে পেতে যায় তাদের সাথেই জিবন-মরণকে মিলিয়ে দিন।
আপনাদের দোয়ায় ভাইদেরকে স্বরণে রাখার অনুরোধ।
https://telegram.me/tahridbd
Comment