আপনার জন্য কুরআন - ১৩
আল্লাহর তায়ালার পক্ষ থেকে সমস্ত বিজয়ের রাস্তা খুলে দেয়ার মাধ্যম
আল্লাহর তায়ালার পক্ষ থেকে সমস্ত বিজয়ের রাস্তা খুলে দেয়ার মাধ্যম
قَالَ لَا يَأْتِيكُمَا طَعَامٌ تُرْزَقَانِهِ إِلَّا نَبَّأْتُكُمَا بِتَأْوِيلِهِ قَبْلَ أَنْ يَأْتِيَكُمَا ۚ ذَٰلِكُمَا مِمَّا عَلَّمَنِي رَبِّي ۚ إِنِّي تَرَكْتُ مِلَّةَ قَوْمٍ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَهُمْ بِالْآخِرَةِ هُمْ كَافِرُون
তিনি বললেনঃ তোমাদেরকে প্রত্যহ যে খাদ্য দেয়া হয়, তা তোমাদের কাছে আসার আগেই আমি তার ব্যাখ্যা বলে দেব। এ জ্ঞান আমার পালনকর্তা আমাকে শিক্ষা দিয়েছেন। আমি ঐসব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না এবং পরকালে অবিশ্বাসী। (ইউসুফ- ৩৭)
তাওহীদ প্রতিষ্ঠা ও শিরক থেকে বারা'আত হচ্ছে আল্লাহর তায়ালার পক্ষ থেকে সমস্ত বিজয়ের রাস্তা খুলে দেয়ার মাধ্যম।
( আমি ঐসব লোকের ধর্ম পরিত্যাগ করেছি যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে না ) ...... আল্লাহ তায়ালা সয়ং উনাকে ইলম শিক্ষা দেয়ার কারণ এটাই।
আল্লাহ তায়ালা উনাকে ভিবিন্ন ইলম ও জ্ঞান শিক্ষা দেয়ার গুরুত্বপূর্ন কারণ ...... যারা ঈমানদার নয় তাদের ধর্ম ছেড়ে দেয়া ও তাদের সাথে সম্পর্কচ্ছেদ করা ।
ইহা আশ্চর্যের বিষয় নয় যে, তাদের ব্যপারেই আল্লাহ তায়ালা বলেছেনঃ (( তারাই আমার মুখলিস বান্দাদের অন্তর্ভুক্ত ))
এখনো কি বিরত হবে না ওই সমস্ত ব্যক্তিরা, যারা বলে ইউসুফ আলাইহিস সালাম ত্বাগুতের বিধানে অধিনস্ত হয়েছিলেন ??!!
এই সমস্ত আলোচনায় আমাদের জন্যে অনেক বড় একটি শিক্ষা হচ্ছেঃ- আমাদের দুনিয়া আখেরাতে সমস্ত প্রয়োজন সয়ং আল্লাহ তায়ালা পূর্ন করে দিবেন, সাহায্য করবেন ও নেয়ামত বৃদ্ধি যদি আমরা তাওহীদকে প্রতিষ্ঠা করি ও ত্বাগুতদেরকে বর্জন করি।
হে আল্লাহ! আমাদের অন্তরকে আপনার মহাব্বত ও তাওহীদ দিয়ে ভরে দিন।
আপনাদের দোয়ায় ভাইদেরকে স্বরণে রাখার অনুরোধ
Comment