আপনার জন্য কুরআন - ১৪
হক যখন অনুপস্থিত থাকে বা দুর্বল হয়ে পড়ে বাতেল তখন প্রসারিত হয়
হক যখন অনুপস্থিত থাকে বা দুর্বল হয়ে পড়ে বাতেল তখন প্রসারিত হয়
وَاتَّخَذَ قَوْمُ مُوسَىٰ مِنْ بَعْدِهِ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَهُ خُوَارٌ ۚ أَلَمْ يَرَوْا أَنَّهُ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيهِمْ سَبِيلًا ۘ اتَّخَذُوهُ وَكَانُوا ظَالِمِين
আর বানিয়ে নিল মূসার সম্প্রদায় তার অনুপস্থিতিতে নিজেদের অলংকারাদির দ্বারা একটি বাছুর তা থেকে বেরুচ্ছিল ‘হাম্বা হাম্বা’ শব্দ। তারা কি একথাও লক্ষ্য করল না যে, সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোন পথও বাতলে দিচ্ছে না! তারা সেটিকে উপাস্য বানিয়ে নিল। বস্তুতঃ তারা ছিল জালেম। (আ'রাফঃ ১৪৮)
বাছুর..... অর্থাৎ বাছুরের আকৃতিসদৃশ
শরীর.... অর্থাৎ যাতে রুহ নেই
খুয়ার .... বের হওয়া গর্জন
বর্তমানেও প্রত্যেক বাতিলেরই চিৎকার বা গর্জন আছে যা অনেক দূর থেকেও শুনা যায়।
নাস্তিকদের গর্জন
কমিউনিজমের গর্জন
গোমরাহ ইমামদের গর্জন
গনতান্ত্রীকদের গর্জন
কথিত সুশিলদের গর্জন
দেশীয় চেতনার গর্জন
এই সমস্ত প্রত্যেক ডাক ও চিৎকারই এমন সব শরীর ও আকৃতি থেকে বের হয় যাতে কোন প্রাণ নেই এবং যার কোন বাস্তবতা নেই। তা সত্বেও অনেক দূর থেকে শুনা যায় এবং তাদের সাহায্যকারী আছে ও প্রচারণাও হয়।
মূল পয়েন্ট হচ্ছে এই সমস্ত গর্জন ও মিডিয়ার এই সমস্ত উলুধ্বনির ব্যপারে আল্লাহ তায়ালা বলেন: {{ তারা কি একথাও লক্ষ্য করল না যে, সেটি তাদের সাথে কথাও বলছে না এবং তাদেরকে কোন পথও বাতলে দিচ্ছে না! }}
তাদের সাথে কথা বলবে না ... হা, তাদের সাথে কথা বলবে না!!! এই সমস্ত ডাক-চিৎকার সত্বেও? হ্যা, এই সমস্ত উঁচু ডাক-চিৎকার সত্বেও। কারণ তারা হচ্ছে বাতেল যার কোন বাস্তবতা নেই। গোমরাহী যার কোন হেদায়াত নেই। মিথ্যা যার কোন সত্যতা নেই।
এবং ইহাই সমস্ত বাতেল প্রপাগান্ডা ও প্রচারনার অবস্থা, যার কোন দাম নেই ও বাস্তবতাও নেই। এগুলো তাদেরকে কোনই উপকার করতে পারে না ও পারবেও না।
Comment